CPIM

CPIM: মুখে জোট হবে না বলেও আসন ছেড়ে রাখল বামেরা

তবে ঠিক কতটি ওয়ার্ডে তাঁরা প্রার্থী না দিয়ে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দলের প্রার্থীদের সমর্থন দেবেন তা এখনও পরিষ্কার নয়।

Advertisement

সামসুদ্দিন বিশ্বাস

বহরমপুর শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ০৫:৪৪
Share:

মুর্শিদাবাদে জোট করছে না সিপিএম-কংগ্রেস। ফাইল চিত্র।

পুরভোটে জেলার কোথাও বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হচ্ছে না। তাঁরা বামফ্রন্ট গত ভাবেই লড়াই করবেন। রবিবার দুপুরে বহরমপুরে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে এ কথা জানান সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা। দলের দুই সিনিয়র নেতা নৃপেন চৌধুরী ও সচ্চিদানন্দ কাণ্ডারী এবং ফরওয়ার্ড ব্লক নেতা ভবেশ চন্দ্র মণ্ডলকে পাশে বসিয়ে জামির বলেন, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি পুরভোটে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই করব না। আমরা জেলার সব পুরসভায় বামফ্রন্ট গতভাবে লড়াই করব।’’

Advertisement

তবে তাঁর দাবি, ‘‘যদি কোথাও আমাদের প্রার্থী না থাকে, তবে সেখানে বিজেপি এবং তৃণমূলকে হারাতে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দলের প্রার্থীদের সমর্থন দেওয়া হবে।’’ সেক্ষেত্রে কংগ্রেস প্রার্থীকেও সমর্থন দেওয়া হতে পারে? সিপিএম নেতৃত্ব জানিয়েছেন, তেমন হলেও কংগ্রেস প্রার্থীকেও সমর্থন দেওয়া হতে পারে।

তবে ঠিক কতটি ওয়ার্ডে তাঁরা প্রার্থী না দিয়ে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দলের প্রার্থীদের সমর্থন দেবেন তা এখনও পরিষ্কার নয়। সিপিএম নেতৃত্বের দাবি, সোমবার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তার পরেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।

Advertisement

কংগ্রেসের সঙ্গে এক সময় জোট করে বিধানসভা নির্বাচন লড়াই করলেও পুরভোটে নয় কেন? সিপিএমের জেলা সম্পাদকের দাবি, ‘‘বিধানসভা নির্বাচনে রাজ্য বামফ্রন্ট জোট করে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু স্থানীয় স্তরের নির্বাচনে জেলা বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে জোট ছাড়াই লড়াই করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।’’

জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘‘বিধানসভা নির্বাচনে জোট হলেও পুরভোটে যে সার্বিক জোট হচ্ছে না সে কথা আমাদের শীর্ষ নেতৃত্ব আগেই বলেছেন। কারণ পুরসভার মতো স্থানীয় স্তরের নির্বাচনে অনেক প্রার্থী থাকে, স্থানীয় নেতৃত্বের মতামতকেও গুরুত্ব দিতে হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement