COVID-19

Covid 19: করোনা মোকাবিলায় আক্রান্তদের পাশে বহরমপুর টাউন ক্লাব

দিল্লির ভারত সেবাশ্রম সঙ্ঘের সাহায্যে আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার, ওষুধ পৌঁছে দিচ্ছেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২০ মে ২০২১ ১৮:১৪
Share:

প্রতীকী ছবি।

করোনা যুদ্ধে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন বহরমপুর টাউন ক্লাবের সদস্যবৃন্দ।ইউনেস্কোর বিএফ-বিএসএস প্রকল্পের মাধ্যমে আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার, ওষুধ পৌঁছে দিচ্ছেন তাঁরা। ফোনে চিকিৎসার ব্যবস্থাও করে দিচ্ছেন।

Advertisement

ওই ক্লাব সূত্রে খবর, ‘হাত বাড়ালেই বন্ধু’ এই অঙ্গীকার নিয়েই মাঠে নেমেছেন তাঁরা। একাধিক চিকিৎসক নিয়ে তাঁরা গড়ে তুলেছেন করোনা সহায়ক কেন্দ্রও। টেলিফোনের মাধ্যমে রোগীর সঙ্গে সরাসরি কথা বলে তাঁরা পরামর্শ দিচ্ছেন।

তাঁদের এই সমাজসেবামূলক কাজ শুধু বহরমপুরেই সীমাবদ্ধ নেই। বহরমপুরের পার্শ্ববর্তী এলাকাতেও তাঁরা সেবামূলক কাজ করে চলেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement