Death

Suicide: গামছায় ঝুলছে প্রেমিক ও প্রেমিকার দেহ, পড়ার নামে ঘরে ঢুকে যুগলে আত্মঘাতী নাকাশিপাড়ায়

নাকাশিপাড়ার ছোট শিমুলিয়া এলাকার বাসিন্দা পায়েল ঘোষ এবং অয়ন ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে একটি ঘর থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২২ ১৯:৫২
Share:

যুগলের দেহ উদ্ধার ঘর থেকে। প্রতীকী ছবি।

নাবালক এক প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার হল ঘর থেকে। নদিয়ার নাকাশিপাড়ায় বুধবারের ঘটনা। দু’জনেই নবম শ্রেণির ছাত্র-ছাত্রী। কী কারণে তারা আত্মঘাতী হল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
নাকাশিপাড়ার ছোট শিমুলিয়া এলাকার বাসিন্দা পায়েল ঘোষ এবং অয়ন ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার হয় একটি ঘর থেকে। তারা দু’জনেই স্থানীয় সোনাতলা বিদ্যালয়ের নবম শ্রেণির পড়ুয়া। জানা গিয়েছে, প্রাইভেট টিউশন নিতে যাওয়ার নাম করে বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল পায়েল এবং অয়ন। তার পর থেকেই খোঁজ মিলছিল না। এর পর নাকাশিপাড়ারই সত্যপুর এলাকায় একটি ঘরের ভিতর থেকে দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

Advertisement

সত্যপুরের ওই বাড়িতে পড়াশোনা করত অয়ন। ওই ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার পায়েলকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাঁরা ঘরের দরজা ভেঙে অয়ন এবং পায়েলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশের অনুমান, সম্ভবত প্রেমঘটিত কারণে আত্মঘাতী হয়েছে ওই দুই পড়ুয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement