—প্রতীকী চিত্র।
ভোটের পরের দিনও হিংসা অব্যাহত। এসইউসি প্রার্থীর দেওরকে বেধড়ক মারধর, বন্দুক উঁচিয়ে শাসানির অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীর স্বামীর বিরুদ্ধে। ওই ঘটনার ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ওই সিসিটিভি ফুটেজ় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার।
হরিহরপাড়ার স্বরূপপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিগৃহীত যুবকের নাম রানা মণ্ডল। স্বরূপপুর আতুরমোড় এলাকায় তাঁর বাড়ি। তাঁর বৌদি স্বরূপপুর গ্রাম পঞ্চায়েতের এসইউসি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিযোগ, গত কয়েক দিন ধরে ওই বুথের তৃণমূল প্রার্থী সুরাইয়া বিবির স্বামী সরিফুল ইসলাম দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছিলেন। শনিবার স্বরূপপুর হাইস্কুলের ওই বুথ দখল করে ছাপ্পা ভোট দেওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
সরিফুলের বাড়ির কাছেই আসবাবপত্রের দোকান রয়েছে রানার। রবিবার দুপুর সওয়া বারোটা নাগাদ বেশ কিছু লোকজন নিয়ে সরিফুল ওই দোকানে চড়াও হন বলে অভিযোগ। ওই যুবককে দোকান থেকে বের করে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সিসি ক্যামেরায় ধরা পড়েছে, সরিফুল কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে ওই যুবককে তাক করছে। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শাসাতেও দেখা যায় তাকে। ঘটনার পরিপ্রেক্ষিতে হরিহরপাড়া লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। ব্লক তৃণমূল সভাপতি আহাতাবুদ্দিন সেখ বলেন, "পুলিশ বিষয়টি দেখছে। এমন ঘটনা আমরা সমর্থন করি না।’’ জেলা পুলিশ সুপার সুরিন্দর সিংহ বলেন, "অভিযুক্তের খোঁজ চলছে।’’