farakka

Farakka: পাহাড়ি জলে তলিয়ে গিয়েছে রাস্তা, ফরাক্কা থেকে ঝাড়খণ্ডে যাওয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে নিশিন্দ্রা কাটানে চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ফরাক্কা শেষ আপডেট: ২৯ মে ২০২১ ১৯:৪০
Share:

জলের তোড়ে ভেসে গিয়েছে রাস্তা। নিজস্ব চিত্র।

ঝাড়খণ্ড থেকে পাহাড়ি জল নামায় তলিয়ে গেল মুর্শিদাবাদের ফরাক্কার নিশিন্দ্রা কাটানের রাস্তা। শনিবার বেলা গড়াতেই জলমগ্ন হয়ে পড়ে ওই রাস্তা। ফলে ফরাক্কা থেকে ঝাড়খণ্ড যাওয়ার যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়ে। মূলত ফরাক্কা হয়ে ঝাড়খণ্ড যাওয়ার জন্য ৮০ নম্বর জাতীয় সঙ্গে যোগাযোগর প্রধান রাস্তা এই নিশিন্দ্রা কাটান। ঝাড়খণ্ড থেকে নিশিন্দ্রা কাটান হয়ে প্রতি দিন হাজার হাজার পণ্যবোঝাই গাড়ি চলাচল করে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে নিশিন্দ্রা কাটানে চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে সেতুর দাবি জানিয়েছিলেন তাঁরা। কিন্তু তা এখনও হয়ে ওঠেনি। ফলে প্রতি বছর বর্ষায় পাহাড়ি জল নেমে রাস্তা ডুবে যায়। ভোগান্তির শিকার হন স্থানীয় মানুষ, ব্যবসায়ী এবং গাড়িচালকরা। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যায়। অনেক গাড়িচালক জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা পারাপার করে। কিন্তু অনেক সময় এই পারাপার করতে গিয়ে বিপদের মুখে পড়েন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement