Civic Volunteer Death In Murshidabad

কালভার্টের নীচ থেকে সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার! দুর্ঘটনা না খুন? তদন্তে মুর্শিদাবাদ পুলিশ

মুর্শিদাবাদের সাগর পাড়া থানা এলাকার কুতুবপুরের বাসিন্দা আব্দুর বেশ কয়েক বছর ধরে সিভিক ভলান্টিয়ারের কাজ করছেন। শনিবার রাত ১০টা নাগাদ ডিউটি শেষ করে তিনি বাড়ির রাস্তা ধরেন। কিন্তু বাড়ি ফেরা হয়নি তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১১:৪৫
Share:

—প্রতীকী চিত্র।

রাতভর নিখোঁজ ছিলেন। সকালে এলাকার একটি কালভার্টের তলায় উদ্ধার হল সিভিক ভলান্টিয়ারের দেহ। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম আব্দুর রউফ। তাঁর বয়স ৩৫ বছর। পরিবারের অভিযোগ, আব্দুরকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

মুর্শিদাবাদের সাগর পাড়া থানা এলাকার কুতুবপুরের বাসিন্দা আব্দুর বেশ কয়েক বছর ধরে সিভিক ভলান্টিয়ারের কাজ করছেন। শনিবার রাত ১০টা নাগাদ ডিউটি শেষ করে তিনি বাড়ির রাস্তা ধরেন। কিন্তু বাড়ি ফেরা হয়নি তাঁর। রাতে বার বার তাঁকে ফোম করেন বাড়ির লোকজন। কিন্তু মোবাইল বন্ধ পাওয়া যায়। রবিবার সকালে জয়পুর কালভার্টের কাছে ওই সিভিকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েক জন। তাঁদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাগরপাড়া থানার পুলিশ এবং আব্দুরের বাড়ির লোকজন।

সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাগরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুরের মৃত্যু নিশ্চিত করেন। পুলিশ মনে করছে, মাথায় হেলমেট না পরে বাইক চালাচ্ছিলেন ওই সিভিক। পথদুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও দুর্ঘটনার ‘তত্ত্ব’ মানতে নারাজ মৃতের পরিবার। তাদের দাবি, শত্রুতার জেরে অন্যত্র খুন করে কালভার্টের নীচে ফেলে দেওয়া হয়েছে দেহ। যদিও কার সঙ্গে কী নিয়ে সিভিক ভলান্টিয়ারের শত্রুতা ছিল, তা বলতে পারেনি তারা। মৃতের স্ত্রী বলেন, ‘‘থানায় কাজের জন্য আমার স্বামীর অনেক শত্রু হয়ে গিয়েছিল। তাদের মধ্য থেকে কেউ অন্য কোথাও খুন করে কালভার্টের নীচে ওর দেহ ফেলে রেখে গিয়েছে। পুলিশ ভাল করে তদন্ত করলে দোষীদের পাওয়া যাবে।’’

Advertisement

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement