Dengue

Dengue: ডেঙ্গিতে আক্রান্ত, তৎপর পঞ্চায়েত

ষোল বছরের এক স্কুলছাত্র ডেঙ্গিতে আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ০৮:২৬
Share:

ছড়ানো হচ্ছে জীবাণুনাশক। চাকদহে। নিজস্ব চিত্র।

ষোল বছরের এক স্কুলছাত্র ডেঙ্গিতে আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ওই ছাত্রকে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি চাকদহ থানার চাঁদুড়িয়া পঞ্চায়েতের এলাকায়। বুধবার জানা যায় তার ডেঙ্গি হয়েছে।

Advertisement

পঞ্চায়েত প্রধান শেফালী দাস হালদার বলেন, ‘‘এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। ড্রেন, জঙ্গল পরিষ্কার করা হয়েছে। কোথাও যেন জল না জমে সে ব্যাপারে মানুষকে সচেতন করা হচ্ছে। রাতে মশারি টাঙিয়ে ঘুমানোতে বলা হয়েছে।’’

শিমুরালি সুতারগাছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক গোপাল হালদার বলেন, ‘‘ছেলেটি ডেঙ্গি আক্রান্ত হয়েছে। এলাকায় মানুষকে সচেতন থাকার জন্য বলা হয়েছে। এলাকা পরিষ্কার রাখতেবলা হয়েছে।’’

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement