গুন্ডামি বরদাস্ত নয়, হুঁশিয়ারি মন্ত্রী জাকিরের

দাবি আদায়ের নামে কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ০২:০২
Share:

দাবি আদায়ের নামে কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। শনিবার রঘুনাথগঞ্জের ধলোতে একটি সিমেন্ট কারখানার শ্রমিক সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। শনিবার কারখানার সমস্ত শ্রমিককে নিয়ে আইএনটিটিইউসি’র সংগঠন গড়া হয়। সেই উপলক্ষেই সভায় উপস্থিত ছিলেন জাকির। এ দিন তিনি কারখানার মালিক কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন। জাকির হোসেন বলেন, “শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আলোচনা হবে। কিন্তু শ্রমিকদের মনে রাখতে হবে দাবি দাওয়া আদায় করতে হবে কারখানাকে বাঁচিয়ে রেখেই।” জাকির জানান, টাকা বাতিলের ধাক্কায় মাসের শেষে মজুরির টাকা পেতে সমস্যা হতে পারে। তা বলে ম্যানেজমেন্টের লোককে হুমকি দেবেন, কাজ ফাঁকি দিয়ে বসে থাকবেন তা হতে দেবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement