— প্রতীকী চিত্র।
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের বিরুদ্ধে দাদাকে খুন করার অভিযোগ। মুর্শিদাবাদের সুতি থানা এলাকার লোকাইপুর গ্রামের ঘটনা। মৃতের নাম বাদাম মণ্ডল। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও অভিযুক্তদের কেউ গ্রেফতার হয়নি বলে সূত্রের খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ১৮ শতক জমি নিয়ে সুতির লোকালপুর বটতলা মোড়ের বাসিন্দা দুই ভাই স্বপন ও বাদামের মধ্যে বিবাদ। বিবাদ চলাকালীন বাদামের উপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান স্বপন বলে অভিযোগ। ধারালো অস্ত্রের ঘায়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বাদাম। স্থানীয়েরা ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যে সুতি থানায় খুনের মামলা রুজু করেছে মৃত যুবকের পরিবার। পুলিশ তদন্তে প্রাথমিক ভাবে জানতে পেরেছে, অভিযুক্ত ও মৃতের পরিবারের মধ্যে ওই ১৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে। মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্ত হবে রবিবার। সেই রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পলাতক স্বপনের খোঁজে চার দিকে তল্লাশি শুরু হয়েছে।