টুকরো খবর

নিখোঁজ এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার বিকেলে সামশেরগঞ্জ চকসাপুরের ঘটনা। এ দিন গ্রামে গঙ্গার ধারে এক ঝোপের মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে জানা গিয়েছে মৃত যুবকের নাম আসিরুদ্দিন শেখ (৩৪)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। রবিবার দুপুরে খাওয়াদাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পুলিশের অনুমান যুবককে পরিচিত কোনও ব্যক্তি ডেকে নিয়ে গিয়েছিলেন নদীর পাড়ে।

Advertisement
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৪ ০০:২৮
Share:

দেহ উদ্ধার

Advertisement

নিখোঁজ এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার বিকেলে সামশেরগঞ্জ চকসাপুরের ঘটনা। এ দিন গ্রামে গঙ্গার ধারে এক ঝোপের মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে জানা গিয়েছে মৃত যুবকের নাম আসিরুদ্দিন শেখ (৩৪)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। রবিবার দুপুরে খাওয়াদাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পুলিশের অনুমান যুবককে পরিচিত কোনও ব্যক্তি ডেকে নিয়ে গিয়েছিলেন নদীর পাড়ে। মদ খাইয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে আসিরুদ্দিনকে। তাঁর দাদা বলেন, “ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা ছিল বলে জানিনা। কে এমন নৃশংসভাবে খুন করল বুঝতে পারছি না।”

Advertisement

বোমা-সহ ধৃত

বোমা-সহ এক যুবককে গ্রেফতার করেছে সালার থানার পুলিশ। সোমবার রাতে সালার থানার গুলহাটিয়া গ্রাম থেকে আজিম শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। ওই গ্রামে হালিম শেখ নামে আরও এক যুবকের বাড়ি থেকে বোমা উদ্ধার হলেও তাকে গ্রেফতার করা যায়নি। দু’টি বাড়ি থেকে মোট ৩২টি বোমা উদ্ধার হয়েছে। আজিমের তিন দিনের পুলিশি হেফাজত হয়েছে।

আগুনে ভস্মীভূত

সোমবার রাতে নদিয়ার চাকদহ থানার শিলিন্দা বাজারে চাকদহদরাপপুর রাস্তায় বাড়ি লাগোয়া কাপড় এবং দর্জি দোকানে আগুন লেগে যায়। এলাকার মানুষ প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে কল্যাণী ও রানাঘাট থেকে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। দোকানে শট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। চাকদহের বিডিও বিপ্লব সরকার বলেন, “ওই পরিবার দু’টিকে ত্রাণ দেওয়া হয়েছে। ওই বাড়ির পড়ুয়াদের বই আগুনে পুড়ে গিয়েছে। তাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে।”

কংগ্রেসের প্রধান

নিজস্ব সংবাদদাতা • কান্দি

বড়ঞা ১ পঞ্চায়েতের প্রধান হলেন কংগ্রেসের সাবিনা খাতুন। গত ভোটে ১৩টি আসনের আটটি সিপিএম, আরএসপি এবং পাঁচটি কংগ্রেসের ছিল। সম্প্রতি সিপিএমের দু’জন কংগ্রেসে যোগ দেন।

বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

তেহট্টের ভবানীপুরে চলছে খো-খো প্রতিযোগিতা।—নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement