বাক্স মাথায় বাড়ির পথে।— নিজস্ব চিত্র।
মঙ্গলবার দুঃস্থ মৎস্যজীবীদের বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ও তাপনিয়ন্ত্রিত বাক্স বিলি করা হল। মৎস্য দফতর থেকে বিলি করা ওই বাক্সে ২৫ থেকে ৪০ ঘণ্টা পর্যন্ত মাছ তাজা থাকবে। মুর্শিদাবাদ জেলা মীন ভবনের অতিরিক্ত অধিকর্তা জয়ন্তকুমার প্রধান জানান, ঠিক মতো সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অবিক্রিত মাছ পচে যায়। সেই পচন রোধ এই বাক্স সাহায্য করবে। প্রতিটি বাক্সে ৪০ থেকে ৫০ কিলোগ্রাম মাছ ২৫ ঘণ্টা থেকে ৪০ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তিনি বলেন, ‘‘জেলায় সব ব্লক ও মীন ভবন মিলে মোট ১২০০ বাক্স বিলি করা হবে। বহরমপুর ও নবগ্রামে বিলি করা হয়েছে। বাকি ব্লক গুলিতেও দ্রুত বিলি করা হবে।’’