Bomb recovered

মুর্শিদাবাদে আবার উদ্ধার বোমা, নিষ্ক্রিয় করতে ডাকা হল বোম স্কোয়াড

রেজিনগরে এক ব্যক্তির বাড়ি থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ২৩:১৯
Share:

—প্রতীকী ছবি।

মুর্শিদাবাদে অব্যাহত বোমা উদ্ধার। এ মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগর পঞ্চায়েতের অন্তর্গত পাঁচুলা গ্রাম ও রেজিনগর থানার অন্তর্গত কাশীপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে জার ভর্তি বোমা উদ্ধার হয়েছে। কাশীপুর গ্রামের ঘটনায় গ্রেফতারও হয়েছেন এক জন। ধৃতের নাম মোশারফ শেখ। ধৃত তৃণমূল সমর্থক দাবি স্থানীয় সূত্রের।

Advertisement

রেজিনগরে এক ব্যক্তির বাড়ি থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রেজিনগরের কাশীপুর এলাকার গোপালপুর গ্রামের বাসিন্দা মুশারফের বাড়ি থেকে দু’টি ড্রামে উদ্ধার হয় মোট ১১টি তাজা বোমা।

বোমা মজুতের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে মোশারফকে। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে শনিবার আদালতে পাঠায় পুলিশ। বোমা উদ্ধারের পর শনিবার সকালেই ঘটনাস্থলে এসে পৌঁছয় বোম স্কোয়াড। এবং ফাঁকা মাঠে পুলিশি নিরাপত্তায় নিস্ক্রিয় করা হয় বোমাগুলিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement