Congress Protest

বিক্ষোভ বহরমপুর ব্লক কংগ্রেসের

বহরমপুর ব্লক কংগ্রেসের দাবি, নওদানাপুর অঞ্চলের বেজপাড়ার কংগ্রেস কর্মী আসমত শেখকে জামিন অযোগ্য ধারায় মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৪ ০৫:২৪
Share:

—প্রতীকী চিত্র।

দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো, বহরমপুর শহরে দলের দেওয়াল লিখন মুছে দেওয়া সহ একাধিক অভিযোগ তুলে বহরমপুর থানায় বিক্ষোভ দেখাল বহরমপুর ব্লক কংগ্রেস। মঙ্গলবার দুপুরে বহরমপুর থানায় তাঁরা বিক্ষোভ দেখান। একই সঙ্গে তাঁরা উপদ্রুত এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুট মার্চ করানোর দাবি তুলেছেন। পুলিশ অবশ্য পুরো ঘটনা খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছে।

Advertisement

বহরমপুর ব্লক কংগ্রেসের দাবি, নওদানাপুর অঞ্চলের বেজপাড়ার কংগ্রেস কর্মী আসমত শেখকে জামিন অযোগ্য ধারায় মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করেছে। তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে। দলের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো বন্ধ করতে হবে। গত পঞ্চায়েত নির্বাচনে যে যে সব এলাকায় বুথ দখল হয়েছিল, সেই সব এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ করাতে হবে। রবিবার রাতে বহরমপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কংগ্রেসের দেওয়াল লিখন মুছে নিজেদের নাম লিখে দিয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।

বহরমপুর ব্লকের ৩৩টি বুথের তালিকা দিয়ে জানানো হয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে এই সব এলাকায় বুথ দখল করেছিল তৃণমূল। এই সব বুথ এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে রুট মার্চ করাতে হবে।

Advertisement

যদিও বহরমপুর শহর তৃণমূল নেতৃত্ব কংগ্রেসের তোলা অভিযোগ অস্বীকার করেছে। বহরমপুর শহর তৃণমূলের সভাপতি বাবন রায় বলেন, ‘‘তাঁরা ভিত্তিহীন অভিযোগ করেছেন। এমন কাজ আমাদের কেউ করে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement