পুলিশ কিছুটা সক্রিয়, হিংসা কিন্তু চলছেই

শনিবারও বিরোধীদের রক্ত ঝরল লালবাগ, রানিতলা ও ডোমকলে। শান্তিপুরে বিজেপি নেতার বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৮ ০১:১৯
Share:

পঞ্চায়েতি-রাজ: লক্ষ্য পুলিশ। লালবাগে।

কিছু এলাকায় পুলিশ আগের চেয়ে সক্রিয় হল ঠিকই। কিন্তু পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার ষষ্ঠ দিনেও হিংসা বন্ধ হল না।

Advertisement

শনিবারও বিরোধীদের রক্ত ঝরল লালবাগ, রানিতলা ও ডোমকলে। শান্তিপুরে বিজেপি নেতার বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে চাকদহ চৌরাস্তায় জাতীয় সড়ক অবরোধ করল সিপিএম।

এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ ইট, লাঠি ও রড নিয়ে ডোমকল ব্লক কংগ্রেস অফিসে চড়াও হয় দুষ্কৃতীরা। মারে মাথা ফাটে ডোমকল পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সাইদুল ইসলাম মণ্ডলের। পাঁচটি সেলাই দিতে হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। সকাল সাড়ে ১০টা নাগাদ ঘড়িবোনা এলাকায় ভগবানগোলা ২ ব্লক কংগ্রেস অফিসেও মনোনয়ন জমার প্রস্তুতি নেওয়ার সময়ে হামলা হয়। ব্লক কংগ্রেস সভাপতি আব্দুস সাত্তারের অভিযোগ, ‘‘তৃণমূলের লোকজন এসে পুলিশের সামনেই আমাদের মারধর করে, দফতরে ভাঙচুর চালায়।’’

Advertisement

দুপুর সাড়ে ৩টে নাগাদ শান্তিপুরে ঘোড়ালিয়া গ্রামে বিজেপির নির্মল বিশ্বাসের বাড়ি তাক করে তিনটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। আগের দিন জেলা পরিষদের আসনে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। ঘোড়ালিয়া ২ পঞ্চায়েতের বিজেপি প্রার্থী উজ্জ্বলা বিশ্বাসের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। চাকদহ ব্লক অফিসে কংগ্রেসের এক মহিলা প্রার্থীর মনোনয়নের কাজগপত্র ছিঁড়ে দেওয়া হয়, তাঁর স্বামীকে মারধরও করা হয় বলে অভি‌যোগ। জেলা কংগ্রেসের সভাপতি অসীম সাহার অভিযোগ, প্রদেশ কংগ্রেস সদস্য খোকন সিংহরায় এবং চাকদহ ব্লক সভাপতি বিধুভূষণ চক্রবর্তীকে মারধর করা হয়েছে। জেলা তৃণমূল সভাপতি গৌরীশঙ্কর দত্ত অবশ্য ‘মিথ্যে কথা’ বলে সব উড়িয়ে দিয়েছেন।

শুক্রবার বিজেপির মনোনয়ন জমা দেওয়ার সময়ে রঘুনাথগঞ্জ ১ ব্লক অফিসের সামনে বোমাবাজি ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ১২ জন নেতাকর্মীর নাম রয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গোলমাল পাকালেও উল্টে তাদের নামেই মিথ্যা মামলা রুজু করা হয়েছে।

মহকুমাশাসকের দফতরেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিরোধী দুই দলের কর্মীরা। লালবাগে।

এ দিন অবশ্য সেই ব্লক অফিসের সামনে থেকেই শাসক দলের কর্মীদের ভিড় সরিয়ে দিয়েছে পুলিশ। জঙ্গিপুর মহকুমাশাসকের অফিসেও পুলিশি নজর ছিল। কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় দলের প্রার্থীদের নিয়ে গিয়ে মনোনয়ন জমা করিয়েছেন। তবে রঘুনাথগঞ্জ ২ ব্লক, সুতি ২, শমসেরগঞ্জ ও সাগরদিঘির বিভিন্ন জায়গায় লাঠিসোঠা-আগ্নেয়াস্ত্র নিয়ে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বড়ঞা ব্লক কংগ্রেস অফিসে হানা দিয়ে কর্মীদের মেরে তাড়িয়ে দেওয়া হয়। মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে ডাকবাংলা এলাকায় কংগ্রেসের মিছিল তাক করে বোমা ছোড়ার অভিযোগও উঠেছে। তৃণমূল অবশ্য কংগ্রেসের বিরুদ্ধেই বোমাবাজির অভিযোগ তুলেছে।

ছবি: গৌতম প্রামাণিক ও সুদীপ ভট্টাচার্য

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement