এমনই অবস্থা পুকুরগুলোর। নিজস্ব চিত্র।
সংস্করণের অভাবে ভরাট হতে চলেছে বেলডাঙার দুটি বড় পুকুর। হাসপাতালের পশ্চিম দিকের রাস্তা সংলগ্ন এই দু’টি পুকুরই বেলডাঙা পৌরসভার ৬ নং ওয়ার্ডের অধীন।
দৈনন্দিন কাজের জন্যই মূলত এই দু’টি পুকুর ব্যবহার করেন স্থানীয়েরা। কিন্তু দীর্ঘদিন পুকুরগুলোর কোনও সংস্করণ হয়নি। সে কারণেই তা ভরাটের সিদ্ধান্ত নেওয়া হয়। পুকুর ভরাটের খবর শুনে স্থানীয় নেতা ও পুর প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা পাননি এলাকার বাসিন্দারা। ফলে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয়েরা জানান, বছর তিনেক আগে পুকুর দু’টির মালিকানা হস্তান্তর হয়। তারপর থেকেই পুকুর দুটির এই অবস্থা। তাঁদের অভিযোগ, বিগত কয়েক বছরে পুর এলাকায় চলেছে একের পর এক পুকুর ভরাট। বেশ কিছু জায়গায় নোংরা-আবর্জনা ফেলে পুকুর ভরাট করতে সাহায্য করেছে খোদ পুর প্রশাসন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেলডাঙ্গা পুরসভার মদত পেয়ে পুকুর ভরাট করে চলেছেন মালিক পক্ষ। প্রশাসন হস্তক্ষেপ না করলে আগামী দিনে এলাকায় জলের সমস্যাও তৈরি হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।