TMC leader murder

নদিয়ার তৃণমূল নেতা মতিরুল খুনে ধৃত আরও এক, মিলেছে আগ্নেয়াস্ত্রও

পুলিশ সূত্রে খবর, মুরুটিয়া থানা এলাকা থেকে ধৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মনিরুলকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি আংটি উদ্ধার হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ২০:৫৩
Share:

নিহত তৃণমূল নেতা। ফাইল ছবি।

নদিয়ার তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও এক। মুর্শিদাবাদে গিয়ে মতিরুল ইসলামের খুনের ঘটনায় এই নিয়ে মোট সাত জন গ্রেফতার হলেন। ধৃতের নাম মনিরুল শেখ। বুধবার রাতে মুর্শিদাবাদের নওদা থানা এলাকার সোনাটিকরি থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মুরুটিয়া থানা এলাকা থেকে ধৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মনিরুলকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি আংটি উদ্ধার হয়েছে। তদন্তকারীদের অনুমান, মনিরুলের থেকে উদ্ধার হওয়া বন্দুকটি থেকে মতিরুলকে গুলি করা হয়েছিল। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার (সদর) সুবিমল পাল বলেন, ‘‘তদন্তে প্রাপ্ত তথ্য অনুসারে গ্রেফতার করা হচ্ছে। আশা করছি, খুব তাড়াতাড়িই তদন্ত শেষ হবে।’’

বৃহস্পতিবার মনিরুলকে বহরমপুর জেলা আদালতে হাজির করানো হয়। তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement