নকলে বাধা, ক্ষুব্ধ ছাত্ররা

পরীক্ষার হলে কড়া নজরদারি চালাচ্ছিলেন অধ্যাপকরা। আর তাতেই রেগে গিয়ে কলেজে ভাংচুর চালালো পরীক্ষার্থীরা। শুধু তাই নয়, পরীক্ষার উত্তরপত্র কলেজে জমা না দিয়েই চলে গেল ১৪ জন পরীক্ষার্থী। শনিবার নাকাশিপাড়ার মুড়াগাছা গভর্নমেন্ট কলেজের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০
Share:

পরীক্ষার হলে কড়া নজরদারি চালাচ্ছিলেন অধ্যাপকরা। আর তাতেই রেগে গিয়ে কলেজে ভাংচুর চালালো পরীক্ষার্থীরা। শুধু তাই নয়, পরীক্ষার উত্তরপত্র কলেজে জমা না দিয়েই চলে গেল ১৪ জন পরীক্ষার্থী। শনিবার নাকাশিপাড়ার মুড়াগাছা গভর্নমেন্ট কলেজের ঘটনা। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ পার্থ কর্মকার নাকাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যে ১৪ জন ছাত্রের উত্তরপত্র জমা পড়েনি, তাঁদের নাম উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। কলেজ ও পুলিশ সূত্রে খবর, এ দিন পরীক্ষার হলে কড়া নজরদারি চালাচ্ছিলেন অধ্যাপকরা। তখনই তাঁরা রেগে গিয়ে ভাংচুর চালায় বলে অভিযোগ। যদিও পরীক্ষার্থীরা পুলিশকে মৌখিক ভাবে জানিয়েছেন, নজরদারির নামে অধ্যাপকরা তাদের হেনস্থা করছিল। বাথরুমে গিয়েও পর্যন্ত হেনস্থা করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement