Murshidabad

টাকা নিয়ে বিবাদের জেরে বৃদ্ধকে খুনের অভিযোগ ছেলে বৌমার বিরুদ্ধে

এই ঘটনায় এখনও পর্যন্ত বৃদ্ধের ছেলে বৌমা-সহ ৩ জনকে গ্রেফতার করেছে বড়ঞা থানার পুলিশ। কী ভাবে খুন করা হল তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ১৮:৪৬
Share:

বৃদ্ধকে খুনের অভিযোগ। নিজস্ব চিত্র।

পারিবারিক বিবাদ এবং টাকা নিয়ে ঝামেলার জেরে ছেলে বৌমার হাতে খুন হতে হল এক বৃদ্ধকে। এমনই অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে বড়ঞার সাবলপুর গ্রামে। মৃতের নাম প্রভাত মণ্ডল (৬০)। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

প্রভাতের পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি খুন হয়েছেন শনিবার। পরের দিন রবিবার সকালে মৃতদেহ উদ্ধার করে বড়ঞা থানার পুলিশ প্রশাসন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত বৃদ্ধের ছেলে বৌমা-সহ ৩ জনকে গ্রেফতার করেছে বড়ঞা থানার পুলিশ। কী ভাবে খুন করা হল তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে খুনের আসল কারণ জানতে ধৃতদের জেরা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement