ফরাক্কা ব্লক স্বাস্থ্যকেন্দ্র। নিজস্ব চিত্র
মুর্শিদাবাদ জেলার শেষ প্রান্ত ফরাক্কা। এখানে গঙ্গার উপর ব্যারেজের পরেই মালদা জেলা। ফরাক্কার বেনিয়াগ্রামে ফরাক্কা ব্লক স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্যকেন্দ্রটি পরিষেবা দেয় ফরাক্কা ব্যারাজের কর্মীদের ছাড়াও বেওয়া, তিলডাঙা, জাফরগঞ্জ, বল্লালপুর, আমতলা, ইমাম নগরের মানুষকে।
প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব থাকলেও করোনাভাইরাসে সাধারণ মানুষের চিকিৎসার কোনও ত্রুটি নেই ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। চিকিৎসা করে চলেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
এই হাসপাতালে বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসা চলছে। এখানে তিন জন চিকিৎসক ছিল, পরে আর এক জন চিকিৎসক আসেন। মোট চার জন চিকিৎসক, বারো জন নার্স ও অন্য কর্মী আট জন। এই স্বাস্থ্যকেন্দ্রে করোনার কারণে রোগীর সংখ্যা সামান্য কমলেও প্রসূতির সংখ্যা আগের মতোই আছে। ২৪ ঘণ্টা এক জন চিকিৎসক পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। সামান্য পরিমাণ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়ে পরিষেবায় এখানকার মানুষ খুশি।
জাফরগঞ্জের বিউটি রায়, বল্লালপুরের নজরুল ইসলাম জানান, ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অভাব থাকলেও চিকিৎসার কোন অবহেলা হয় না। চিকিৎসা না পেয়ে কেউ ফিরে গিয়েছে এমনটা হয় না।
ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ সজল পণ্ডিত বলেন, ‘‘আমরা মানুষের পরিষেবা আগে যে ভাবে দিয়েছি, করোনার সময়ও একই পরিষেবা দিয়ে আসছি। পরিযায়ী শ্রমিকদের প্রতিদিন গড়ে একশো থেকে দেড়শো স্বাস্থ্যপরীক্ষা করতে হচ্ছে। চার জন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা একযোগে কাজ করছে সাধারণ মানুষের কথা ভেবে।’’