প্রতিবাদ: সোমবারে মিছিলে অধীর চৌধুরী। নিজস্ব চিত্র
দলীয় কর্মীদের মারধর এবং কংগ্রেসের সদর দফতরে হামলার প্রতিবাদে বহরমপুর শহরে সোমবার মিছিল করল কংগ্রেস। নিছক প্রতিবাদ নয়, তৃণমূলের দাবি, নিজের শক্তি প্রদর্শনই ছিল অধীরের মূল লক্ষ্য।
সে পরীক্ষায় কি পাস করলেন অধীর?
পুলিশ জানাচ্ছে মিছিলে প্রায় হাজার দশেক লোক হয়েছিল। আর জেলা তৃণমূলের এক নেতার কথায়, ‘‘বহরমপুরে গড়ে সে যে ফুরিয়ে যায়নি, তা দেখাতেই অধীরের মিছিল।’’ সোমবার বিকেলে বহরমপুরের সৈয়দাবাদ কুঞ্জঘাটা মোড় থেকে জেলা কংগ্রেস কার্যালয় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথে মিছিলের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পরে জেলা কার্যালয়ের সামনে মিছিলের শেষে সভাও করেন তিনি। অধীর বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জন্ম হয়েছে কংগ্রেসে। সেই কংগ্রেস দফতরে হামলা চালানো হয়েছে মুখ্যমন্ত্রীর প্ররোচনায়। গর্ভধারিণী কংগ্রেসের কার্যালয়ে হামলা চালানোর মধ্যে দিয়ে মমতা প্রমাণ করলেন যে তাঁর জীবনে মায়ের কোনও দাম নেই!’’ ‘তৃণমূল ভাইদের’ উদ্দেশ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি ধরিয়ে দেন, ‘‘তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে দেখুন। তাঁদের দেখে আপনারা কিছু শিখুন। কৃষ্ণনগরের সাংসদ ফেঁসে যেতেই মুখ্যমন্ত্রী তাঁকে ঝেড়ে ফেলে দিয়েছেন। ১২ এপ্রিল মুর্শিদাবাদ জেলায় মুখ্যমন্ত্রীর আসার কথা রয়েছে। ওই প্রসঙ্গ তুলে অধীর বলেন, ‘‘জেলায় দিদি আসছে। তাঁকে কিছু করে দেখাতে হবে। তাই কংগ্রেস পার্টি অফিসে হামলা করে দেখালেন দিদির ভাইয়েরা!’’