প্রতীকী ছবি।
সেতুর নীচ দিয়ে পায়ে হেঁটে ফিডার ক্যানেলে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এতেই সন্দেহ হয় সেখানকার ফাঁড়ির কর্তব্যরত পুলিশের। সন্দেহজনক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১ কেজি ২০০ গ্রাম হেরোইন। যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। হেরোইন পাচারের অভিযোগে ওই যুবককে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম মহম্মদ ইমতিয়াজ। তিনি মণিপুরের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে ফরাক্কা থানার ফিল্ড হোস্টেল ঘাট ফিডার ক্যানেল বরাবর পায়ে হেঁটে যাওয়ার সময় ইমতিয়াজকে দেখে সন্দেহ হয় পুলিশের। তাঁকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তাঁর কাছ থেকেই উদ্ধার হয় দেড় কোটি টাকা মূল্যের ১২০০ গ্রাম হেরোইন। পুলিশ জানতে পেরেছে ওই যুবক মণিপুরের ভূপালের ধওবাল এলাকার বাসিন্দা। ধৃতের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগসূত্র আছে বলে জানা গিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, উত্তর-পূর্ব রাজ্য থেকে হেরোইন নিয়ে মালদহে পাচার করার উদ্দেশ্যে ফরাক্কায় এসেছিলেন তিনি। এই পাচার চক্রের মূল পাণ্ডার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ভিজি সতীশ বলেন, ‘‘মাদক পাচার রুখতে জেলা পুলিশ অত্যন্ত তৎপর। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’’