শাটারস্টক থেকে নেওয়া প্রতীকী চিত্র।
প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মহিলাকে মারধরের অভিযোগ উঠল কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের ২ পুরুষ কর্মীর বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। দোষীদের গ্রেফতারের দাবিতে কল্যাণী থানা ঘেরাও করেন বিজেপি-র মহিলা মোর্চার সদস্যারা।
১৪ জানুয়ারি ধনেখালির বাসিন্দা সরফি মির তাঁর সন্তানসম্ভবা স্ত্রী সামসুরনেহা খাতুনে হাসপাতালে ভর্তি করান। অভিযোগ প্রসব যন্ত্রণা উঠলে সামসুরনেহাকে হাসপাতালের ২ কর্মী মারধর করেন। এমনকি ২ পুরুষ কর্মী তাঁকে মারধর করে মোবাইল পর্যন্ত কেড়ে নেন বলে অভিযোগ। এই ঘটনা জানার পর ওই মহিলার পরিবার তাঁকে কল্যাণীরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। সেখানে এক সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা।
অগ্নিমিত্রার অভিযোগ, ‘‘এক জন মহিলা রোগীকে মারধর করছেন পুরুষ হাসপাতাল কর্মী! আর সেই ভয়ে তাঁকে অন্য হাসপালালে ভর্তি করতে হচ্ছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি”