গত ২০ এপ্রিল শান্তিপুর ব্লক যুব তৃণমূলের ৪০ জনের একটি কমিটি ঘোষণা করা হয়। প্রতীকী ছবি।
তৃণমূলের দলীয় কমিটিতে ঠাঁই পেলেন রাজ্য পুলিশের এক কর্মী! নদিয়ার শান্তিপুরে সদ্য ঘোষিত তৃণমূলের ব্লক কমিটিতে সাধারণ সম্পাদক হিসাবে ২০১৩ ব্যাচের রাজ্য পুলিশের কনস্টেবল সঞ্জিত সরকারের নাম রয়েছে বলে অভিযোগ তুলে শাসক শিবিরকে নিশানা করতে শুরু করেছে বিরোধীরা। তাদের অভিযোগ, দলীয় কাজে প্রশাসনকে ব্যবহার করছে শাসক দল। তৃণমূলের অবশ্য দাবি, নিছকই ভুলবশত!
গত ২০ এপ্রিল শান্তিপুর ব্লক যুব তৃণমূলের ৪০ জনের একটি কমিটি ঘোষণা করা হয়। সেই তালিকায় ১৪ নম্বরে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক হিসাবে কৃষ্ণনগর পুলিশ লাইনে কর্মরত সঞ্জিতের নাম রয়েছে বলে অভিযোগ। সঞ্জিত অবশ্য বলেন, ‘‘আমাকে অন্ধকারে রেখে এই কমিটি তৈরি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে ক্ষমা না চাইলে আইনত ব্যবস্থা নেব।’’
যুব তৃণমূলের ব্লক সভাপতি পরেশ বিশ্বাসের দাবি, “সামান্য ভুল বোঝাবুঝিতে এই বিভ্রান্তি। সিলি মিস্টেক। আমরা সংশোধন করে নেব।’’
এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, “দলদাস প্রশাসন বলতাম এত দিন। আজ তা প্রমাণ হয়ে গেল। বিডিওকে ব্লক সভাপতি আর ডিএম-কে জেলা সভাপতি করে দিলেই ল্যাটা চুকে যায়!’’