rape

Rape: আবারও নদিয়া, এ বার খুনের হুমকি দিয়ে ৬ মাস ধরে নাবালিকাকে ধর্ষণ! কৃষ্ণগঞ্জে ধৃত প্রৌঢ়

কৃষ্ণগঞ্জের ভাজনঘাটের বাসিন্দা কান্ত হালদার (৫৩) নামে এক প্রৌঢ়ের বিরুদ্ধে প্রতিবেশী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ১৬:৩০
Share:

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। প্রতীকী ছবি।

আবারও নদিয়ায় নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল। এ বার কৃষ্ণগঞ্জ। সেখানে তিপ্পান্ন বছরের এক প্রৌঢ়ের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণগঞ্জের ভাজনঘাটের বাসিন্দা কান্ত হালদারের বিরুদ্ধে প্রতিবেশী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতার এক আত্মীয়ের অভিযোগ, গত ছ’মাস ধরে ওই নাবালিকাকে বার বার ধর্ষণ করেছে কান্ত। কাউকে এ কথা জানালে নির্যাতিতাকে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। মঙ্গলবার ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। এর পর সে বাড়িতে গোটা বিষয়টি জানায়। নাবালিকার পরিবার কৃষ্ণগঞ্জ থানায় কান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এর পরেই কান্তকে পুলিশ গ্রেফতার করেছে।

Advertisement

নির্যাতিতার বাবার অভিযোগ, ‘‘আমার মেয়ে ছাগল মাঠে ছাড়তে যায়। ছাগল ছেড়ে দিয়ে ও মাঠে খেলা করে। সেখান কান্ত প্রায়ই মেয়েকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করত। কান্তর কঠোর শাস্তি হোক।’’

ধর্ষণের মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে। নির্যাতিতার মায়ের বক্তব্য, ‘‘কান্ত আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিল। আমি চাই ওর ফাঁসি হোক। সরকার যদি আমাদের পাশে দাঁড়ায়, খুব আশ্বস্ত হই। আমরা যেন সুবিচার পাই।’’

Advertisement

কান্ত পেশায় বাসের কন্ডাক্টর। তার জামাইবাবু অশোক হালদার তৃণমূলের দখলে থাকা কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘যদি এই ঘটনা ঘটে থাকে তা হলে অবশ্যই উপযুক্ত শাস্তি হওয়া উচিত। সে আমার যেই হোক না কেন এটা খুবই নিন্দনীয় ঘটনা। এই ঘটনার সঙ্গে আমার কোন সম্পর্ক নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement