—নিজস্ব চিত্র।
মুর্শিদাবাদের নশিপুর রেলসেতুর উপর দিয়ে ছুটল ১৪ কোচের প্যাসেঞ্জার ট্রেন। বৃহস্পতিবার বেলা ৩টে নাগাদ পরীক্ষামূলক ভাবে ট্রেনটি চালানো হয়। ট্রেনে ছিলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম, ইস্টার্ন সার্কেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি শুভময় মিত্র।
রেল সূত্রে খবর, উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে রেলসেতুটি। সাশ্রয় হবে অন্তত তিন ঘণ্টায়। ট্রায়াল রানের সময় ট্রেনের কামরায় ছিল জলের ড্রাম। সেতুর উপর ট্রেনের ঝাঁকুনি কতটা, সেটা মাপতেই এই ব্যবস্থা। ট্রেনটির গতি ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার।
রেলকর্তারা জানান, এটি ছিল আসলে ট্রেনটির গতির পরীক্ষা। এতে ছাড়পত্র মিললেই রেলসেতুটি ব্যবহারে আর কোনও বাধা থাকবে না। বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ স্টেশন থেকে স্পিডটেস্টের জন্য ট্রেনটি ছাড়ে আজিমগঞ্জ জংশনের উদ্দেশে।