ভেজাল ঘি উদ্ধারে পুলিশের অভিযান। —নিজস্ব চিত্র।
মশলার পর এ বার ঘি। ভেজাল খাদ্যদ্রব্য বাজার থেকে তোলার জন্য লাগাতার অভিযানে আবার সফল রানাঘাট জেলা পুলিশ। বিশেষ অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ২৫০০ কিলোগ্রাম ভেজাল ঘি। সেই সঙ্গে বাজেয়াপ্ত হল ঘি তৈরির নানা সরঞ্জাম।
পুলিশ সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বুইচা ঘোষপাড়ায় এলাকায় একটি ঘি কারখানায় হানা দেয় পুলিশ। সেখান থেকে প্রথমে ২৫০০ কেজি ভেজাল ঘি বাজেয়াপ্ত করা হয়। পরে ৫০০ কেজি ঘি তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় তিন ঘি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম অরবিন্দ ঘোষ, বিশ্বনাথ ঘোষ এবং গণেশ ঘোষ।
রবিবার ভেজাল ঘি উদ্ধার নিয়ে শান্তিপুর থানায় সাংবাদিক বৈঠক করে রানাঘাট জেলা পুলিশ। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার বলেন, ‘‘যে ভাবে ভেজাল খাদ্যদ্রব্য বাজারে ছড়িয়ে পড়ছে, তা সত্যিই উদ্বেগের। পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এক শ্রেণির ব্যবসায়ী অসাধু কারবার চালিয়ে যাচ্ছেন। ওই ব্যবসায়ীদের বার্তা দেওয়া হল। আগামিদিনেও এই রকম ভাবে অভিযান লাগাতার চালিয়ে যাবে পুলিশ।’’