Bangladeshi Arrest

বাংলায় পাকড়াও বাংলাদেশি যুবক-যুবতী! মুর্শিদাবাদের পর নদিয়া থেকে গ্রেফতার দু’জন

পুলিশ সূত্রে খবর, একমাস আগে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেন ওই দুই বাংলাদেশি। সম্প্রতি এক বার নিজেদের দেশে ফিরে যেতে চান তাঁরা। সেই মতো প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৪:৫৭
Share:
Bangladeshis Arrest

সাজু মিঞা এবং সমসিদা খাতুন নামে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। —নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদের পর নদিয়া। এ বার রানাঘাট থেকে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলা।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রানাঘাটে ভারত-বাংলাদেশ সীমান্তে এক জনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। সেখান থেকে দু’জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বাংলাদেশি সন্দেহে আটক করা ওই দু’জনের কাছে বৈধ কোনও কাগজপত্র ছিল না বলে দাবি। অনুপ্রবেশের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। রবিবার ধানতলা থানার পুলিশ ধৃতদের রানাঘাট আদালতে হাজির করিয়েছে।

পুলিশ সূত্রে খবর, একমাস আগে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেন ওই দুই বাংলাদেশি। সম্প্রতি এক বার নিজেদের দেশে ফিরে যেতে চান তাঁরা। সেই মতো প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। তখনই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত। ধৃতদের নাম সাজু মিঞা এবং সমসিদা খাতুন। অভিযুক্তদের বাড়ি বাংলাদেশের মেঘনা এবং কক্সবাজার জেলায়। জানা গিয়েছে, অবৈধ ভাবে সীমান্তবর্তী এলাকা দিয়ে তাঁরা ভারতে প্রবেশ করেছিল। দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তাঁরা ভারতে এসেছিলেন কাজের খোঁজে। নদিয়ার বাসিন্দা এক দালালের মারফত রানাঘাট এলাকায় থাকছিলেন। তবে যে দালালের মাধ্যমে তাঁরা এ দেশে ঢুকেছেন, তিনি পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে ধানতলা থানার পুলিশ।

Advertisement

শনিবারই মুর্শিদাবাদ থেকে চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। পাকড়াও হয়েছেন এক দালালও। বর্তমানে তাঁরা পুলিশি হেফাজতে রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement