লরির ধাক্কায় ছাত্রীর মৃত্যু 

ছবি আঁকার ক্লাসে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক স্কুলছাত্রীর। মৃতের নাম আফিজা খাতুন (১২)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নবগ্রাম শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ০২:০৬
Share:

ছবি আঁকার ক্লাসে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক স্কুলছাত্রীর। মৃতের নাম আফিজা খাতুন (১২)। বাড়ি নবগ্রাম থানার কানফলা গ্রামে। রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে ছবি আঁকার ক্লাসে যাওয়ার পথে নবগ্রাম-খড়গ্রাম রাজ্য সড়কের উপরে দ্রুত গতিতে আসা একটি লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, চালককে গ্রেফতার করা হয়েছে এবং লরিটিকে আটক করে থানায় রাখা হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে আঁকার ক্লাসে সাইকেলে চড়ে যাচ্ছিল নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আফিজা। সেই সময়ে দেখতে পায় উল্টো দিক থেকে একটি লরি বেপরোয়া গতিতে চলে আসছে। সেই দেখে ওই ছাত্রী সাইকেল থেকে নেমে রাস্তার পাশে সরে দাঁড়ায়। অভিযোগ, চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে প্রায় তিন ফুট দূরত্বে দাঁড়িয়ে থাকা আফিজাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কানফলা গ্রামের রাস্তায় ওই পথ দুর্ঘটনায় আফিজার মৃত্যুর পরে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। দুর্ঘটনার পরেই চালক লরি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু এলাকার মানুষজন ধাওয়া করে ঘাতক লরিটিকে আটক করে নবগ্রাম থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে চালককে গ্রেফতার করে। লরিটিকেও আটক করে থানায় নিয়ে আসে।

বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে দাঁড়িয়ে আফিজার দাদা সাবির শেখ জানান, বোন আফিজার ছবি আঁকার ঝোঁক দেখে তাকে আঁকার স্কুলে ভর্তি করা হয়েছিল। এ দিন সকালে সাইকেলে চেপে ছবি আঁকার ক্লাসে যাচ্ছিল। সেই সময় একটি লরিকে অত্যন্ত দ্রুতগতিতে ছুটে আসতে দেখে সে কোনও রকমে সাইকেল থেকে নেমে রাস্তার পাশে সরে দাঁড়ায়। তা সত্ত্বেও চালক গতি কমাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।

Advertisement

গ্রামবাসীদের অভিযোগ, লরি চালক বয়সে অল্প। লরি চালানোর কোনও অভিজ্ঞতা আছে বলে মনে হয় না। তবে ওই ঘটনার পরে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়েন। কিন্তু পুলিশ ঘটনাস্থলেদ্রুত পৌঁছে লরি চালককে গ্রেফতার করার পরেই পরিস্থিতি শান্ত হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement