প্রতীকী ছবি
কাজের খোঁজে বেরিয়ে তাকে মানব পাচার চক্রের শিকার হতে হয়েছিল বলে জানিয়েছে বিএসএফ বা সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়া এক তরুণী।
বিএসএফের দাবি, জেরায় ওই ভারতীয় তরুণী স্বীকার করেছে, কালক্রমে সে মানব পাচার চক্রের সঙ্গেই জড়িয়ে পড়ে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টার অভিযোগে রবিবার মুর্শিদাবাদের জলঙ্গির ফরাজিপাড়া থেকে ওই তরুণীকে গ্রেফতার করেছে বিএসএফ।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মানব পাচার প্রতিরোধ ইউনিটের তথ্যের ভিত্তিতে রবিবার সকালে ওই তরুণীকে পাকড়াও করা হয়। তার বাড়ি মুর্শিদাবাদে।
বিএসএফের দাবি, তাদের প্রশ্নের উত্তরে ধৃত ওই তরুণী জানিয়েছে, প্রায় ১১ মাস আগে দিল্লির মালবীয় নগরে বসবাসকারী এক বাংলাদেশি মহিলার সঙ্গে তার আলাপ হয়েছিল। কাজের খোঁজে সে তার সঙ্গে দিল্লিতে কিছু দিন ছিল। তখন ওই মহিলা তাকে জোর করে দেহ ব্যবসার কাজে নামায়।
ধৃত তরুণী সীমান্তরক্ষী বাহিনীকে আরও জানিয়েছে যে, সীমান্ত এলাকা থেকে দু’-তিনটি মেয়েকে দেহ ব্যবসার জন্য নিয়ে আসতে হবে, এই শর্তেই ওই বাংলাদেশি মহিলা তাকে বাড়িতে যেতে দিয়েছিল। ধৃত তরুণীকে জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিএসএফের আধিকারিকেরা জানিয়েছেন।
বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ডিআইজি অমরীশ কুমার আর্য বলেছেন, ‘‘মানব পাচারে জড়িতদের যাতে কড়া শাস্তি হয়, সেইচেষ্টা চলছে।’’