মুর্শিদাবাদে সম্ভাব্য প্রথম অঙ্গন মণ্ডল। নিজস্ব চিত্র।
সর্বভারতীয় স্তরে ডাক্তারি পরীক্ষায় মুর্শিদাবাদ জেলায় সম্ভাব্য প্রথম কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের ছাত্র অঙ্গন মণ্ডল। বুধবার ফল প্রকাশ হলে দেখা যায়, মুর্শিদাবাদ জেলায় প্রথম হয়েছে কান্দি পেট্রল পাম্প এলাকার বাসিন্দা অঙ্গন। পূর্ণ মান ৭২০-এর মধ্যে ৬৮৬ নম্বর পেয়েছে সে। সেই মুর্শিদাবাদ জেলায় সম্ভাব্য প্রথম। এ বছর উচ্চ মাধ্যমিকে ৪৮৫ নম্বর পেয়েছে অঙ্গন। উচ্চ মাধ্যমিকে অঙ্ক, পদার্থবিদ্যা ও রসায়নে ৯৯ পেয়েছে। এ বার তাঁর ইচ্ছে, দিল্লির এমস-এ ডাক্তারি পড়া।
মুর্শিদাবাদ জেলায় সম্ভাব্য প্রথম অঙ্গন ভবিষ্যতে কার্ডিওলজি বা নিউরোলজি নিয়ে পড়তে চায়। উদ্দেশ্য সাধারণ মানুষের সেবা করা।
পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভালবাসে অঙ্গন। বাবা সুজনরঞ্জন মণ্ডল পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। মা, কৃষ্ণা মণ্ডল ছেলের সাফল্যে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘‘মেডিক্যাল পরীক্ষায় সুযোগ পাওয়ার জন্য একাদশ শ্রেণি থেকেই প্রস্তুতি শুরু করেছিল ছেলে। বাবা নিজের কাজ ফেলে অঙ্গনকে নিয়ে পড়ে থাকতেন। আজ যে সাফল্য ছেলে পেয়েছে, তাতে অনেকটা অবদান ওঁর বাবার। আমরা খুব খুশি।’’