ম্যাথু স্যামুয়েল। —ফাইল চিত্র।
তোলা চেয়ে হুমকি ফোনের ঘটনায় ফের নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে তলব করল মুচিপাড়া থানা। পুলিশ সূত্রের খবর, ১৫ জুন তাঁকে মুচিপাড়া থানায় হাজিরা দিতে বলা হয়েছে। এ প্রসঙ্গে শনিবার ফোনে ম্যাথু জানান, তিনি আসতে পারেন।
এ বছর ৯ ফেব্রুয়ারি মুচিপাড়া থানা এলাকার একটি হোটেলে থাকাকালীন এক ব্যক্তিকে একাধিক ব্যক্তি ফোনে হুমকি দিচ্ছে বলে কলকাতা পুলিশের কাছে অভিযোগ আসে। তদন্তে নেমে ওই হোটেলের ওই ঘর থেকে ল্যাপটপ, ব্যাগ ও ফোন উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ দাবি করে, ওই ঘরটি এক প্রাক্তন সাংসদ ভাড়া নিয়েছিলেন। সেখানেই তাঁর কাছে তোলা চেয়ে একাধিক বার ফোন আসে। এবং সাংসদের ঘর থেকে পাওয়া ল্যাপটপে ম্যাথুর ছবি মিলেছে। এর পরেই ম্যাথুকে জিজ্ঞাবাদের জন্য মুচিপাড়া থানা তলব করে।
পুলিশের বক্তব্য, ম্যাথুকে একাধিক বার নোটিস পাঠানো হয়েছে। প্রতি বারেই তাঁর পক্ষ থেকে জানানো হয়, অস্ত্রোপচার ও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারছেন না। এর মধ্যেই গত ১৫ মার্চ ম্যাথুর গাড়ির চালককে মুচিপাড়া থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
গত ৮ জুন নারদ-কর্তাকে নোটিস দিয়ে ফের ডেকে পাঠিয়েছে মুচিপাড়া থানা। তিনি যাবেন কি না, এ দিন পর্যন্ত পুলিশকে তা জানাননি ম্যাথু। তবে আসতে পারেন, এমন ইঙ্গিত দিয়েছেন আনন্দবাজারকে। বলেছেন, ‘‘আমি এখনও অসুস্থ। তবু যাওয়ার ইচ্ছা আছে।’’
শুধু কলকাতা পুলিশ নয়, নারদ-কাণ্ড নিয়ে কলকাতায় তাঁর সঙ্গে কথা বলতে চান ইডি এবং সিবিআই কর্তারা। ম্যাথুই এই স্টিং অপারেশন চালিয়েছিলেন। এ দিন সেই প্রসঙ্গে নারদ-কর্তা বলেন, ‘‘কলকাতায় গেলে প্রথমে মুচিপাড়া থানা, তার পরে ইডি এবং শেষে সিবিআইয়ের সঙ্গে দেখা করব। এমনই পরিকল্পনা রয়েছে।’’