সোমবার থেকে খুলে যাচ্ছে মোটর ভেহিকল অফিসও। ফাইল চিত্র।
আগেই চালু হয়েছে সরকারি বাস পরিষেবা। আগামী ১ জুন থেকে জলপথ পরিবহণেও ছাড়পত্র মিলেছে। এ বার খুলে যাচ্ছে মোটর ভেহিকল অফিসও।
লকডাউন ঘোষণার পর গাড়ির রেজিষ্ট্রেশন থেকে শুরু করে লাইসেন্স নবীকরণ, গাড়ির মালিকানা বদল, ঠিকানা বদল, ক্লিয়ারেন্স সার্টিফিকেট (সিএফ)-সহ পরিবহণ সংক্রান্ত কোনও কাজই হচ্ছিল না মোটর ভেহিকল দফতরে। আগামী সোমবার থেকে খুলে যাচ্ছে সেই অফিস। পরিবহণ দফতর সূত্রে খবর, দফতরে সমস্ত পরিষেবা পেতে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।
লকডাউনের জেরে পরিবহণ ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। ধীরে ধীরে খুলে গিয়েছে গণপরিবহণের বিভিন্ন মাধ্যম। রাস্তায় নেমেছে অটো, ট্যাক্সি, বাস। বেসরকারি বাস-মিনিমাসও নামার মুখে। মোটর ভেহিকল অফিস বন্ধ থাকায় অনেকেই লাইসেন্স, রেজিস্ট্রেশন এবং গাড়ির সিএফ করাতে পারছিলেন না। এ বার এ সংক্রান্ত সব রকমের পরিষেবা মিলবে মোটর ভেহিকল অফিসে।
আরও পড়ুন: সরকারি, বেসরকারি বাসে যত আসন, তত যাত্রী: মমতা
পরিবহণ দফতর সূত্রে জানানো হয়েছে, এক দিনে ৫০টির বেশি গাড়ির রেজিষ্ট্রেশনের জন্য স্বাস্থ্য পরীক্ষা হবে না। তবে এখনই সব কর্মী কাজে যোগ দিচ্ছেন না। অন-লাইন পরিষেবার উপরেও জোর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ‘সোশ্যাল ডিস্টেন্সিং’ মেনে ধীরে ধীরে কর্মীর সংখ্যা বাড়ানো হবে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: সোমবার থেকে রাজ্যে কী কী খুলছে? জানালেন মমতা