weather

Monsoon: অবশেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় বর্ষা এল, এখনই অবশ্য ভারী বৃষ্টি নয়

কলকাতায় ঢুকল বর্ষা। ২০ জুনের আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এখনও বর্ষার দাক্ষিণ্য পায়নি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১৪:০৯
Share:

ফাইল চিত্র।

প্রতীক্ষার অবসান। অবশেষে দক্ষিণবঙ্গে পা রাখল বর্ষা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে শনিবার বর্ষার প্রবেশ ঘটেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের স্বাভাবিক দিন ছিল ১১ জুন।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, বীরভূমে বর্ষা ঢুকেছে। পূর্ব মেদিনীপুরের একাংশেও বর্ষা এসেছে। উত্তরবঙ্গে ঢোকার সময়ই মুর্শিদাবাদে বর্ষার আগমন হয়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় এখনও বর্ষার দাক্ষিণ্য পায়নি।

তবে ২০ জুনের আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এ বার নির্ধারিত সময়ের পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকল। তবে নির্দিষ্ট সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার থেকেই কলকাতার আকাশ মেঘলা। সন্ধ্যার পর বৃষ্টি শুরু হয় মহানগরে।

Advertisement

অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। গত ক’দিন ধরেই বৃষ্টিতে ভিজছে উত্তরের জেলাগুলি। যার জেরে একাধিক নদীর জলস্তর বাড়ছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement