ভেঙে পড়া প্যান্ডেলের সেই অংশ। ছবি: রণজিৎ নন্দী
মেদিনীপুরের মঞ্চে তখন ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সভাস্থলের প্যান্ডেলের একাংশ। তার নীচে চাপা পড়ে গুরুতর জখম হলেন অন্তত ৬২ জন। আহতদের সঙ্গে সঙ্গে মেদিনীপুর মেডিক্যাল কলেজে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সভা শেষ হতেই আহতদের সেখানে দেখতে যান মোদী।
সোমবার মেদিনীপুর শহরে কৃষক কল্যাণ সমাবেশের আয়োজন করে বিজেপি। সেখানে প্রধান বক্তা ছিলেন নরেন্দ্র মোদী। এ দিন দুপুর একটা নাগাদ মোদী যখন মঞ্চে ভাষণ দিচ্ছেন, সেই সময় ওই দুর্ঘটনা ঘটে। গোটা ঘটনার জন্য রাজ্য বিজেপি-র দিকেই অভিযোগের আঙুল উঠেছে। ঘটনার পর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি তিনি জানান, রাজ্য সরকার আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করবে।
মেদিনীপুর শহরের কলেজিয়েট মাঠে মোদীর সভাস্থলে মূল মঞ্চ ছাড়াও তিনটি আলাদা প্যান্ডেল তৈরি করা হয়েছিল। একটি মূল মঞ্চের সোজাসুজি। অন্য দু’টি তার ডান এবং বাঁ দিকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছিল শহরে। মাটি তাই নরম ছিল। প্যান্ডেলের ভারী লোহার কাঠামো আস্তে আস্তে সেই নরম মাটিতে ঢুকে যাচ্ছিল। মোদীর বক্তব্য শুরু হতেই এক দল অতি উৎসাহী মানুষ ওই লোহার কাঠামোতে চড়তে শুরু করেন। তাতে প্যান্ডেলের কাঠামো আরও ঢুকে যায়। এর পর টাল সামলাতে না পেরে মূল মঞ্চের বাঁ দিকের অর্থাৎ ডিআই অফিসের দিকের প্যান্ডেলের একটা বড় অংশ হুড়মুড় করে ভেঙে পড়ে। তাতে চাপা পড়েন বহু মানুষ। গুরুতর জখম হন অনেকে। ওই পরিস্থিতিতে প্যান্ডেল ছেড়ে বেরনোর জন্যও হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে চটি-জুতো-চেয়ার ফেলে যে যাঁর মতো করে বেরনোর চেষ্টা করেন। তাতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন ভিডিও
আরও পড়ুন: সেনাপতি বদল চাই, দিল্লির দরবারে বাংলার কংগ্রেস
সঙ্গে সঙ্গেই ভাষণ থামিয়ে দেন মোদী। অন্য প্যান্ডেলগুলিতে যাঁরা চড়ে বসেছিলেন, তাঁদের তিনি নেমে আসার অনুরোধ করেন। প্রায় মিনিট তিনেক পর ফের ভাষণ শুরু করেন মোদী। তত ক্ষণে প্যান্ডেল চাপা পড়া এবং পদপিষ্টদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে ভর্তি করা হয় তাঁদের। সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় চিকিৎসা। বেশির ভাগেরই মাথায় গভীর চোট লেগেছে।
হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আহতদের। দেখুন ভিডিও
আরও পড়ুন: ছাত্র সংসদই নেই, দাদাদের দাপট অটুট
সভা শেষে মেদিনীপুর থেকে কলাইকুন্ডা হয়ে বিমানে দিল্লি ফেরার কথা ছিল মোদীর। কলাইকুন্ডা যাওয়ার পথে প্রধানমন্ত্রী এ দিন মেদিনীপুর মেডিক্যাল কলেজে আহতদের দেখতে যান। সেখানে আহতদের সঙ্গে কথা বলেন তিনি। হাসপাতালের বেডে শুয়ে থাকা রোগীদের অনেকের মাথাতেই হাত বুলিয়ে দিতে দেখা যায় মোদীকে।মেদিনীপুর মেডিক্যাল কলেজ সূত্রে জানানো হয়েছে, এ দিন মোট ৯০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়।
মেদিনীপুর হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই
এ দিনের দুর্ঘটনা প্রসঙ্গে রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘প্রবল বৃষ্টির কারণে প্যান্ডেলের কাঠামো নরম মাটিতে ঢুকে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। প্যান্ডেলের লোহার কাঠামো মাথায় লেগে চাঁর-পাঁচ জন আহত হয়েছেন। আর পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েক জন। তাঁদের হাতে-পায়ে-গায়ে চোট লেগেছে। হাসপাতালে ২৪ জন ভর্তি।’’