Coronavirus in India

বিজেপি নেতাদের কুশল-ফোন মোদীর

দলীয় সূত্রের খবর, প্রধানমন্ত্রী তাঁদের আরও বলেন, দলের রাজ্য নেতাদের উদ্দেশে তাঁদের কোনও বার্তা থাকলে, তা-ও তাঁরা তাঁকে বলতে পারেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ০২:৪৯
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।—ছবি পিটিআই।

কোভিড আবহে দেশের বিভিন্ন রাজ্যের প্রবীণ বিজেপি নেতা-কর্মীকে ফোন করে তাঁদের কুশল সংবাদ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পশ্চিমবঙ্গ বিজেপির তিন প্রবীণ নেতা রঞ্জিত কর, অনিন্দ্যগোপাল মিত্র এবং এস এন লাম্বাকে শনিবার ফোন করে তাঁদের খোঁজখবর নেন। জানতে চান, তাঁরা এবং তাঁদের পরিবারের সকলে ভাল আছেন কি না। দলীয় সূত্রের খবর, প্রধানমন্ত্রী তাঁদের আরও বলেন, দলের রাজ্য নেতাদের উদ্দেশে তাঁদের কোনও বার্তা থাকলে, তা-ও তাঁরা তাঁকে বলতে পারেন। তিনি তা সংশ্লিষ্ট নেতাদের কাছে পৌঁছে দেবেন। রাজ্য বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দফতর থেকে দলের কয়েক জন প্রবীণ নেতা-কর্মীর নাম, ফোন নম্বর চাওয়া হয়েছিল। রাজ্য বিজেপি তা পাঠানোর পরেই ওই তিন জনের কাছে প্রধানমন্ত্রীর ফোন আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement