এ দিন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবংহাওড়াতেও বৃষ্টি হয়েছে। ফাইল চিত্র।
বৈশাখের শুরুতেই কলকাতায় মরসুমের প্রথম কালবৈশাখী। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দক্ষিণ কলকাতার উপর দিয়ে ঘণ্টায় ৫৬ কিলোমিটার গতিবেগে বয়ে গেল ঝোড়ো হাওয়া। সঙ্গে বৃষ্টিও হয় কোথাও কোথাও। তবে কালবৈশাখীর হাত থেকে রক্ষা পেয়েছে উত্তর কলকাতা। দক্ষিণ ২৪ পরগনার একাংশে এ দিন সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে চলেছে দমকা হাওয়াও।ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তেই এ দিন সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।রবিবারও এমনই আবহাওয়া থাকবে।
এ দিন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবংহাওড়াতেও বৃষ্টি হয়েছে। সঙ্গে বয়েছে দমকা হাওয়াও। তবে কলকাতার সর্বত্র বৃষ্টি হয়নি। সন্ধ্যার মুখে দক্ষিণ কলকাতায় বৃষ্টি শুরু হয়। এখনও পর্যন্ত কলকাতায় কালবৈশাখীর দাপট দেখা যায়নি। তবে এ দিন হাওয়ার গতিবেগ ভালই ছিল।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হবে। এক দিকে যখন কলকাতার দক্ষিণে বৃষ্টি শুরু হয়েছে, তখন উত্তরের আকাশে কালো মেঘ। বিদ্যুতের ঝলকও দেখা দিচ্ছে।
আরও পড়ুন: কলকাতার বহু পাড়া পুরো সিল করল পুলিশ, দেখে নিন কোথায় কোথায়
আরও পড়ুন- হাওড়ায় বেড়েই চলেছে সংক্রমণ, বহু এলাকা সিল, ভিড় হলেই লাঠি
গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি।