মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
বিধায়কদের হাতে হাতে মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন রাজ্যের ঘরে ঘরে। সোমবার নবান্নে দলের বিধায়ক, সাংসদ এবং নেতাদের নিয়ে বৈঠকে এমনই পরিকল্পনা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘৮ দিন ১০ দিন যা-ই লাগুক, পাহাড় থেকে সাগর— রাজ্যের কোণে কোণে ‘সংযোগ যাত্রা’ করতে হবে। কথা বলতে হবে মানুষের সঙ্গে।’’ একই সঙ্গে বিলি করা হবে মুখ্যমন্ত্রীর লেখা লিফলেটও।
লোকসভা ভোটে রাজ্যে ১৮টি আসনে বিজেপির জয়ের পিছনে ‘ইভিএম কারচুপি’-র অভিযোগ এ দিন ফের তোলেন মমতা। তবে পাশাপাশি জনগণের সঙ্গে নেতাদের সংযোগের উপরেও জোর দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘যেখানে জিতেছি, যেখানে হেরেছি, সব জায়গায় বিধায়কেরা বাড়ি বাড়ি যাবেন।’’ তাঁদের হাতে থাকবে মুখ্যমন্ত্রীর লেখা লিফলেট।
সূত্রের খবর, দু’রকম বয়ানে লিফলেট লেখার পরিকল্পনা হয়েছে বৈঠকে। যেখানে তৃণমূল জিতেছে, সেখানে মানুষকে ‘ধন্যবাদ’ জানিয়ে লিফলেট দেওয়া হবে। আর যেখানে তৃণমূল হেরেছে, সেখানে লিফলেটের বয়ান হবে অন্য রকম। তবে তাতে কী লেখা হবে, তা জানাননি তৃণমূল নেত্রী। প্রতিটি লিফলেটেই লেখা থাকবে, ‘জয় হিন্দ’, ‘জয় বাংলা’, ‘জয় হো’। বিজেপির ‘জয় শ্রীরাম’-এর মোকাবিলার জন্যই এই স্লোগানগুলি লেখা থাকবে বলে খবর। মুখ্যমন্ত্রী জানান, ২১ জুলাইয়ের আগেই এই ‘সংযোগ যাত্রা’ শেষ করতে হবে।