State news

বোমা হাতে ব্যান্ডেল লোকালে দুষ্কৃতী, বিপদেও সাহস হারালেন না যাত্রীরা

বোমা হাতে ট্রেনে উঠে হম্বিতম্বি, হুমকি। মুহূর্তে ছড়িয়ে পড়ে ভয়। তবে ভয়কে জয় করে যাত্রীদের পাল্টা চ্যালেঞ্জেই ধরা পড়ে গেল মদ্যপ দুষ্কৃতী। ঘটনার সূত্রপাত আর একটু আগে থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৬ ১৭:০২
Share:

ধরে নিয়ে হচ্ছে হাসিমুদ্দিনকে।

বোমা হাতে ট্রেনে উঠে হম্বিতম্বি, হুমকি। মুহূর্তে ছড়িয়ে পড়ে ভয়। তবে ভয়কে জয় করে যাত্রীদের পাল্টা চ্যালেঞ্জেই ধরা পড়ে গেল মদ্যপ দুষ্কৃতী।

Advertisement

ঘটনার সূত্রপাত আর একটু আগে থেকে। বর্ধমানের কাটোয়া স্টেশনের কাছে বেলা এগারোটা নাগাদ রিক্সায় চেপে যাচ্ছিল স্থানীয় দুষ্কৃতী আলি হাসিমুদ্দিন শেখ। বছর বাইশের হাসিমুদ্দিন দুষ্কৃতীমূলক কাজের জন্যই এলাকায় পরিচিত। এমনকী বীরভূমের নানুর থানাতেও তার নামে বোমাবাজি সহ বেশ কিছু অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। এ দিন হাসিমুদ্দিনের কাছে একটি ব্যাগও ছিল। ভাড়া নিয়ে রিক্সা চালকের সঙ্গে তার বচসা বাধে। তখনই হাতের ব্যাগ থেকে বোমা বার করে সে হুমকি দিতে থাকে। আশেপাশের লোকেরা তাকে ধরতে গেলে কোনও ভাবে তাঁদের হাত ছাড়িয়ে ছুটে পালায় হাসিমুদ্দিন। পাশের রেল লাইনে দু’টো বোমা ছুড়েও মারে। স্টেশনেই ব্যান্ডেল লোকাল দাঁড়িয়েছিল। বোমা নিয়ে তাতেই উঠে পড়ে হাসিমুদ্দিন। ঠিক সেই সময় ট্রেনও ছেড়ে দেয়। সেখানেও যাত্রীদের বোমা মারার হুমকি দিতে শুরু করে ওই দুষ্কৃতী। প্রথমে ভয় পেলেও পরে যাত্রীরা তাকে ধরে ফেলার চেষ্টা করে। ট্রেন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে হাসিমুদ্দিন। কিন্তু যাত্রীরাও ছাড়ার পাত্র নন। চেন টেনে ট্রেন থামিয়ে পিছু ধাওয়া করে ধরে ফেলে তাকে। হাসিমুদ্দিনকে গ্রেফতার করেছে রেল পুলিশ।

Advertisement

আরও পড়ুন: কখনও তিনি সন্ন্যাসী, আবার কখনও রাজা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement