ছিনতাইয়ের উদ্দেশে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে অস্ত্র-সহ গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে খড়্গপুরের মালঞ্চ রোড থেকে মনোজ শর্মা-সহ ওই তিন জনকে ধরে টাউন পুলিশ। পেট্রোল পাম্পের কাছে লোহার রড, ভোজালি নিয়ে জড়ো হয়েছিল ওই তিন জন। রাতে কর্তব্যরত পুলিশেরা গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে পাকড়াও করে।