তমলুকে জেলা প্রশাসনের সর্বদল বৈঠক
সরকারি জায়গায় ভোট প্রচারের জন্য লাগানো ব্যানার, হোর্ডিং-সহ যাবতীয় প্রচারমূলক সামগ্রী সরানোর জন্য সব রাজনৈতিক দলকে নির্দেশ দিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। বুধবার তমলুকে জেলা প্রশাসনিক অফিসে ডাকা সর্বদলীয় বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। এ দিন জেলা প্রশাসনের ডাকা সর্বদলীয় বৈঠকে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারের উদ্দেশে দেওয়াল লিখনের জন্য সংশ্লিষ্ট দেওয়াল বা বাড়ির মালিকের সম্মতি নেওয়ার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে জেলা নির্বাচন দফতরের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের নেতৃত্বকে জেলার প্রতিটি বিধানসভা ভিত্তিক ভোটগ্রহণ কেন্দ্রের তালিকা দেওয়া হয়।
বৈঠকে জেলাশাসক নির্দেশ দেন, সরকারি জায়গা দখল করে ব্যানার, হোর্ডিং-সহ ভোট প্রচারের সব সামগ্রী অবিলম্বে সরিয়ে নিতে হবে। মুছে ফেলতে হবে সরকারি জায়গায় লেখা দেওয়াল লিখন। সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা বেআইনি নির্মাণের দেওয়ালেও ভোটের দেওয়াল লিখন করা যাবে না। আর যেসব বেসরকারি বা ব্যক্তিগত বাড়ির দেওয়ালে প্রার্থীদের সমর্থনে লেখা হবে, সেই বাড়ি বা সংস্থার মালিকের সম্মতিসুচক অনুমতি নিয়ে তা নির্বাচন দফতরে জমা দিতে হবে। বেআইনিভাবে দেওয়াল লিখন, ব্যানার, হোর্ডিং, পোস্টার লাগানো-সহ কোনও অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট এলাকার বিডিওকে জানানো যাবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ৫ মার্চ নির্বাচন ঘোষণার পরেই আদর্শ আচরণ বিধি চালু হয়ে গিয়েছে। আদর্শ আচরণ বিধি চালুর পর এখনও পর্যন্ত বেআইনিভাবে ব্যানার, হোর্ডিং দেওয়া-সহ বিভিন্ন বিষয়ে প্রায় একাধিক অভিযোগ প্রশাসনের কাছে জমা পড়েছে। জেলা প্রশাসনের দাবি, এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ দিন সর্বদলীয় বৈঠকে সিপিএম নেতা শক্তি বেরা জেলার বিভিন্ন এলাকায় তাঁদের দলের প্রচারে বাধা দিতে তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ জানান। সিপিআই নেতা নিরঞ্জন ঘড়া জেলার নন্দীগ্রাম, খেজুরি, ভূপতিনগর-সহ বেশ কিছু এলাকায় ঘরছাড়া বামফ্রন্ট নেতা-কর্মীদের বাড়ি ফেরানোর দাবি জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকে অবশ্য ওইসব ঘরছাড়াদের তালিকা সংশ্লিষ্ট থানা ও বিডিও’র কাছে জমা দিতে বলা হয়েছে। এ দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলির কাছে সংবেদনশীল এলাকা নিয়ে কোনও অভিযোগ থাকলে তা পুলিশ-প্রশাসনকে জানাতে বলা হয়। এ দিন বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক অন্তরা আচার্য, অতিরিক্ত জেলাশাসক অজয় পাল, পুলিশ সুপার সুকেশ জৈন, তৃণমূল নেতা সোমনাথ বেরা, দিব্যেন্দু রায়, কংগ্রেস জেলা সম্পাদক মৃণাল পাল, সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শক্তি বেরা, সিপিআই জেলা সম্পাদক নিরঞ্জন ঘড়া, আরএসপি জেলা সম্পাদক অমৃত মাইতি, ফরওয়ার্ড ব্লক জেলা সম্পাদক গোপাল মাইতি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব।