রেলশহরে গুলিবিদ্ধ হলেন পান ব্যবসায়ী এক যুবক। পুলিশের দাবি, এলাকার সমাজবিরোধীদের দু’টি গোষ্ঠীর রেষারেষির জেরেই এই ঘটনা। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে খড়্গপুরের মালঞ্চর ভগবানপুরে। জখম বছর বত্রিশের দীপঙ্কর শুক্লকে রাতেই খড়্গপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত দীপঙ্কর স্থিতিশীল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেলের ঠিকাদারিতে যুক্ত খড়্গপুরের এক সময়ের ত্রাস বাসব রামবাবুর এক সময়ের ঘনিষ্ঠ শ্রীনু নাইডুর সঙ্গে সম্পর্ক ছিল দীপঙ্করের। অভিযোগ, তাঁর পানের দোকানে রাত অবধি চলত সমাজ বিরোধীদের জটলা। সম্প্রতি শ্রীনু গোষ্ঠী দু’টি ভাগ হয়ে গিয়েছে। গত ২৫ মে দল থেকে বেরিয়ে যাওয়া দুই যুবককে গুলি করার অভিযোগে শ্রীনু এখনও জেলে।
এই পরিস্থিতিতে, ওই এলাকায় দীপঙ্কর বিরোধী গোষ্ঠীও মাথা চাড়া দিচ্ছে বলে পুলিশের অনুমান। তারই জেরে সোমবার রাতে বচসা বাধে দুই গোষ্ঠীর। তার কিছু পরে দীপঙ্কর বাড়িতে ফিরছিলেন। সেই সময়ই মোটর বাইকে আসা দুষ্কৃতীদল তাঁকে গুলি করে চম্পট দেয়। জানা গিয়েছে, পিঠের পিছনের গুলি কাঁধের সামনে দিয়ে বেরিয়ে গিয়েছে। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ।
পুজোর মুখে ফের অশান্ত হচ্ছে রেলশহর। বাড়ছে চুরি-ছিনতাই। টাউন পুলিশ অধিকাংশ ঘটনারই কিনারা করতে পারছে না। তার উপরে ওই থানা এলাকাতেই সমাজ বিরোধীদের দৌরাত্ম্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন শহরবাসী। যদিও খড়পুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাদনা বরুণ চন্দ্রশেখর বলেন, “আতঙ্কের কারণ নেই। সমাজ বিরোধীদের মধ্যে গোলমালের জেরে এই ঘটনা ঘটেছে। যিনি জখম হয়েছেন, তাঁর বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। কী কারণে এই ঘটনা, তা জানতে তদন্ত চলছে।”