মন্ত্রী নির্মলার বৈঠক স্থগিত

আচমকা স্থগিত হয়ে গেল কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামনের বৈঠক। আজ, বৃহস্পতিবার মেদিনীপুর শহরের স্পোটর্স কমপ্লেক্সে এই বৈঠক হওয়ার কথা ছিল। বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেন, “নির্মলা সীতারামনের বৈঠক স্থগিত হয়েছে। পরবর্তী সময়ে বৈঠকটি হবে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ০১:০৫
Share:

আচমকা স্থগিত হয়ে গেল কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামনের বৈঠক। আজ, বৃহস্পতিবার মেদিনীপুর শহরের স্পোটর্স কমপ্লেক্সে এই বৈঠক হওয়ার কথা ছিল। বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেন, “নির্মলা সীতারামনের বৈঠক স্থগিত হয়েছে। পরবর্তী সময়ে বৈঠকটি হবে।” দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রীর জরুরি বৈঠক থাকার জন্যই তিনি মেদিনীপুরে আসতে পারছেন না। শহরের বৈঠকটি ছিল পুরোদস্তুর সাংগঠনিক। মেদিনীপুরে দলের পাঁচ সাংগঠনিক জেলাকে নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর- এই পাঁচ সাংগঠনিক জেলার নেতা- কর্মীদের উপস্থিত থাকার কথা ছিল। মূলত, দলের ‘মহাসম্পর্ক অভিযান’ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। বৈঠকের প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। আচমকা বৈঠক স্থগিত হওয়ায় ফাঁপড়ে পড়েছেন দলের জেলা নেতৃত্বও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement