মৃত আরও ১

তমলুকের নিমতৌড়ির কাছে উত্তর নারিকেলদা গ্রামে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল সাতজন। পুলিশ জানিয়েছে , মৃতের নাম মনোজ মাইতি ( ৪৪)। তাঁর বাড়ি চণ্ডীপুরে। আহত মনোজবাবু কলকাতা মেডিক্যাল ক লেজে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতে সেখানে তাঁর মৃত্যু হয়।

Advertisement
শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ০০:৫২
Share:

তমলুকের নিমতৌড়ির কাছে উত্তর নারিকেলদা গ্রামে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল সাতজন। পুলিশ জানিয়েছে , মৃতের নাম মনোজ মাইতি ( ৪৪)। তাঁর বাড়ি চণ্ডীপুরে। আহত মনোজবাবু কলকাতা মেডিক্যাল ক লেজে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। গত মঙ্গলবার সকালে কাঁথির মীরগোদা থেকে হাওড়াগামী একটি বেসরকারি যাত্রী বোঝাই বাস হলদিয়া-মেচেদা জাতীয় সড়ক দিয়ে যাওয়ার পথে তমলুকের নিমতৌড়ির কাছে উত্তর নারিকেলদা গ্রামে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে নয়ানজুলিতে উল্টে পড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement