অনুষ্ঠানে শুভেন্দু।—নিজস্ব চিত্র।
লোকসভা ভোটের প্রচারে মহিলা ভোটারদের বোঝানোর জন্য দলের মহিলা কর্মীদের নিয়ে দল তৈরির নির্দেশিকা দিলেন তমলুকের তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নিমতৌড়িতে তমলুক লোকসভা এলাকার মহিলা পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে রাজনৈতিক সম্মেলন আয়োজন করে জেলা মহিলা তৃণমূল কংগ্রেস।
সম্মেলনে তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, “আমাদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে পঞ্চায়েতে ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছেন। মূলত তাঁর উদ্যোগেই আমাদের রাজ্যের পঞ্চায়েতের অর্ধেক পদাধিকারী মহিলারাই। ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের দলের মহিলা প্রার্থীদের মধ্যে ৮০ শতাংশ জয়লাভ করেছেন। আমাদের দলের এই বিপুল সংখ্যক মহিলা জনপ্রতিনিধি পঞ্চায়েতের মাধ্যমে গ্রামীণ উন্নয়নের কাজে যুক্ত হয়েছেন।” শুভেন্দুবাবু আরও বলেন, “মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের রাজ্য কন্যাশ্রী প্রকল্প মেয়েদের শিক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণের সুদের হার কমানো থেকে আশা কর্মীদের মাসিক ভাতা প্রদানের ব্যবস্থা করার মাধ্যমে আমাদের রাজ্য সরকার মহিলাদের সাহায্য করে চলেছে।”
সিঙ্গুর, নন্দীগ্রামের আন্দোলনে মহিলাদের অংশগ্রহণের কথা মনে করিয়ে দিয়ে তৃণমূল প্রার্থী বলেন, “আমাদের রাজ্যে ওই দুই আন্দোলনে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এমনকি আন্দোলনে অংশ নিয়ে তাঁরা প্রাণও দিয়েছেন। আর জঙ্গলমহলেও সিপিএমের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আন্দোলনে যোগ দিয়ে শহিদ হয়েছেন নেতাই গ্রামের চার মহিলা।” সিপিএম-সহ অন্য রাজনৈতিক দলগুলির তীব্র সমালোচনা করে এ দিন শুভেন্দুবাবু বলেন, “মহিলাদের ক্ষমতায়নের কথা নিয়ে মুখে বড় বড় নানা কথা বললেও অন্য রাজনৈতিক দলগুলি লোকসভা, বিধানসভা নির্বাচনে মহিলাদের প্রার্থী করার ক্ষেত্রে আমাদের দলের চেয়ে অনেক পিছিয়ে আছে। এবার লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে আমাদের দলের ১০ জন প্রার্থী মহিলা। যা অন্য কোনও রাজনৈতিক দল করেনি।” সম্মেলনে হাজির মহিলা পঞ্চায়েত প্রতিনিধিদের উদ্দেশে শুভেন্দুবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে লোকসভা ভোটের প্রচারের জন্য মহিলাদের নিয়ে দল তৈরি করুন। ওই দলের সদস্যরা মিলে গ্রামে গ্রামে দলের হয়ে প্রচারের জন্য মহিলাদের কাছে গিয়ে ভোটে আমাদের দলকে সমর্থনের জন্য বোঝানোর কাজ করুন।”