ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ

ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দুই দাদার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে চন্দ্রকোনা রোডের শান্তিনগর কলোনির ঘটনা। মৃতের নাম মৃণাল শিকারি (৩০)। মৃতের স্ত্রী রুম্পাদেবী পুলিশে দুই ভাসুর মনোজ ও মানস শিকারির নামে স্বামীকে খুনের অভিযোগ দায়ের করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০২
Share:

ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দুই দাদার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে চন্দ্রকোনা রোডের শান্তিনগর কলোনির ঘটনা। মৃতের নাম মৃণাল শিকারি (৩০)। মৃতের স্ত্রী রুম্পাদেবী পুলিশে দুই ভাসুর মনোজ ও মানস শিকারির নামে স্বামীকে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁদের দু’জনকে গ্রেফতার করে। খুনের মামলাও রুজু করা হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃণালবাবুদের ভূষিমাল দোকান রয়েছে। এ ছাড়া গাড়ির ব্যবসাও রয়েছে তাঁদের। অভিযোগ, পারিবারিক ব্যবসায় সাহায্য না করে মৃণালবাবু মদ-সহ নানা নেশা করতেন। সকাল থেকেই মোটরবাইকে বিভিন্ন জায়গায় ঘুরেও বেড়াতেন তিনি। এ নিয়ে বাড়িতে অশান্তি চলত আকছার। মাঝে-মধ্যে দাদা-ভাইয়ের মধ্যে মারপিটও হত।

স্থানীয় সূত্রে খবর, মৃণালবাবুর বাবা মাধব শিকারি অবসর প্রাপ্ত সরকারি কর্মী। মাধববাবুও ছোট ছেলেকে ভূষিমাল দোকানে দাদাকে সাহায্য করার জন্য অনুরোধ করেন। কিন্তু বাবার কথায় কান দেননি মৃণালবাবু।

Advertisement

মৃণালবাবু কাজ না করে দাদাদের কাছে প্রায়ই টাকা চাইতেন বলে অভিযোগ। বৃহস্পতিবারও মৃণালবাবু টাকা চাইলে আপত্তি করেন দাদারা। অভিযোগ, তখন মৃণালবাবু দুই দাদাকে মারধর করেন। দুই দাদাও তখন লাঠি ও রড দিয়ে মৃণালকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। গুরুতর আহত মৃণালবাবুকে দ্বাড়িগেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement