নেপালের দুর্গতদের সাহায্য

ভূমিকম্প বিধ্বস্ত নেপালের দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য অনুষ্ঠান করেছিলেন। সেই অনুষ্ঠান থেকে সংগৃহিত ৩৯, ৬৭০ টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে দেওয়া হবে বলে জানালেন শিল্পী রঞ্জন জানা। মঙ্গলবার তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেই এই টাকা তুলে দিতে চাই। ওঁনার সঙ্গে দেখা করার চেষ্টা করছি।’’ সম্প্রতি মেদিনীপুর শহরে এক যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠান করেন রঞ্জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ০১:০২
Share:

ভূমিকম্প বিধ্বস্ত নেপালের দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য অনুষ্ঠান করেছিলেন। সেই অনুষ্ঠান থেকে সংগৃহিত ৩৯, ৬৭০ টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে দেওয়া হবে বলে জানালেন শিল্পী রঞ্জন জানা। মঙ্গলবার তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেই এই টাকা তুলে দিতে চাই। ওঁনার সঙ্গে দেখা করার চেষ্টা করছি।’’ সম্প্রতি মেদিনীপুর শহরে এক যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠান করেন রঞ্জন। প্রদ্যোত্‌ স্মৃতি সদনে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি ১৯টি যন্ত্র বাজিয়ে শোনান। গুণিজনদের থেকে যে অর্থ সংগ্রহ হবে, তা ত্রাণ তহবিলে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। শিল্পীর কথায়, “নেপালের ভূমিকম্প দুর্গতদের পাশে দাঁড়াতেই আমার এই প্রয়াস।’’ রঞ্জনের অনুরোধে সাড়া দিয়ে অনুষ্ঠান আয়োজন করেছিল জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ। ক্রীড়া সংসদের সম্পাদক সোমনাথ দাস বলেন, “এই মহত্‌ প্রয়াসের পাশে থাকতে পেরে ভাল লাগছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement