দলীয় তদন্তের নির্দেশ তৃণমূলের

শিল্পী ভাতা পাইয়ে দেওয়ার নাম করে এক উপভোক্তার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে চন্দ্রকোনা-১পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভুনাথ নায়েকের বিরুদ্ধে দলীয় স্তরে তদন্ত শুরু করল তৃণমূল। ভোটের আগে বিষয়টি নিয়ে বিরোধীরা যাতে সরব হতে না পারে সে ব্যাপারেও সতর্ক তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৫ ০২:১৯
Share:

শিল্পী ভাতা পাইয়ে দেওয়ার নাম করে এক উপভোক্তার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে চন্দ্রকোনা-১পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভুনাথ নায়েকের বিরুদ্ধে দলীয় স্তরে তদন্ত শুরু করল তৃণমূল। ভোটের আগে বিষয়টি নিয়ে বিরোধীরা যাতে সরব হতে না পারে সে ব্যাপারেও সতর্ক তৃণমূল। দলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, ‘‘আমরা দলীয় ভাবে তদন্ত শুরু করেছি। বিষয়টি রাজ্য নেতৃত্বকেও জানানো হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণ হলে দল কড়া ব্যবস্থা নেবে।”

Advertisement

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে মনোহরপুর-২ পঞ্চায়েতের চাঁদুর গ্রামের বাসিন্দা পেশায় প্রতিমা শিল্পী দশরথ দোলই অভিযোগ জানান, তাঁকে ভাতা পাইয়ে দেওয়ার অজুহাতে তিন হাজার টাকা ঘুষ নিয়েছেন শম্ভুবাবু। সঙ্গে আরও সাত হাজার টাকা দেওয়ার চাপ দেওয়া হয়। না দিলে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ। এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন।

তবে দলীয় তদন্তের বিষয়ে শম্ভুনাথ নায়েক বলেন, “আমি তো টাকা নিইনি। মিথ্যা অপবাদ দিয়ে আমার ও দলের বিরুদ্ধে চক্রান্ত করছে একটি গোষ্ঠী। আমি নিজে তদন্ত করে ওই গোষ্ঠীরও সন্ধান পেয়েছি। এ বিষয়ে সব তথ্যই আমি দলকে জানাব।’’ বিডিও সুরজিৎ ভড় বলেন, ‘‘ভিডিওটি দেখেছি। সরকারিভাবে তদন্ত করা হচ্ছে। তারপরই বিষয়টি পরিষ্কার হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement