তমলুকে মহিলার গয়না ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

টাকার লোভ দেখিয়ে এক মহিলার সোনার গয়না ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে তমলুক শহরের হাসপাতাল মোড়ে শ্রীরামপুর-টেংরাখালিগামী বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে। মঞ্জু মাজী নামে বছর পঞ্চাশের ওই মহিলার বাড়ি তমলুক শহরের রাধাবল্লভপুর এলাকায়। মঞ্জুদেবীর দাবি, দুষ্কৃতীরা তাঁর কাছ থেকে গলার হার, কানের দুল ও হাতের বালা-সহ মোট প্রায় আড়াই ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয়। ওই মহিলা তমলুক থানায় অভিযোগ দায়ের করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৪ ০১:৪৩
Share:

টাকার লোভ দেখিয়ে এক মহিলার সোনার গয়না ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে তমলুক শহরের হাসপাতাল মোড়ে শ্রীরামপুর-টেংরাখালিগামী বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে। মঞ্জু মাজী নামে বছর পঞ্চাশের ওই মহিলার বাড়ি তমলুক শহরের রাধাবল্লভপুর এলাকায়। মঞ্জুদেবীর দাবি, দুষ্কৃতীরা তাঁর কাছ থেকে গলার হার, কানের দুল ও হাতের বালা-সহ মোট প্রায় আড়াই ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয়। ওই মহিলা তমলুক থানায় অভিযোগ দায়ের করেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মঞ্জুদেবী ও তাঁর জা বৃদ্ধা সিন্ধুবালাদেবী মিলে মেলা দেখতে মঞ্জুদেবীর মেয়ের বাড়ি নন্দকুমারের রাজারামপুরে যাচ্ছিলেন। সকাল ১০টা নাগাদ তমলুক শহরের হাসপাতাল মোড়ে টেংরাখালিগামী বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় দুই অপরিচিত যুবক মঞ্জুদেবীর পাশে এসে টাকার বাণ্ডিল দেখিয়ে আলোচনা করছিল, যে তাঁরা ওই ১ লক্ষ ২৫ হাজার টাকা কুড়িয়ে পেয়েছে। এরপর আর এক যুবক সেখানে এলে ওই দুই যুবক মঞ্জুদেবীকে ওই কুড়িয়ে পাওয়া টাকা সমানভাগে ভাগ দেওয়ার লোভ দেখিয়ে বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় বলে অভিযোগ। মঞ্জুদেবী বলেন, “ওই যুবকরা আমার কাছে থাকা ব্যাগে পোশাকের সঙ্গে ওই টাকার বাণ্ডিল ও আমার সব গয়না খুলে রাখার জন্য বলে। তাঁরা লোভ দেখায় মেয়ের বাড়ির কাছে গিয়ে বাস থেকে নেমে টাকা পয়সা ভাগ করা হবে। এরপরেই ব্যাগের মধ্যে রাখার জন্য ওই যুবকদের কথামতো গলার হার, কানের দুল, হাতের বালা খুলে দিই। কিন্তু ওই যুবকরা আমার ব্যাগের মধ্যে টাকা, গয়না রাখার জন্য ব্যাগ নিয়ে তাতে হাত ঢোকানোর সময় যে আমার গয়না সরিয়ে নিয়েছিল আমি তা বুঝতে পারিনি।”

মঞ্জুদেবী আরও বলেন, “আমার হাতে ব্যাগ ফেরত দিয়ে পরের বাসে যাচ্ছি বলে ওই যুবকরা আমাদের দু’জনকে টেংরাখালিগামী বাসে তুলে দেয়। মেয়ের বাড়ির কাছে রাজারামপুর বাসস্ট্যান্ডে নেমে তাঁরা আমাদের অপেক্ষা করতে বলে দেয়। কিন্তু বাসে চেপে কিছু দূর যাওয়ার পরেই আমি ব্যাগ খুলে দেখি তাতে পোশাক ছাড়া টাকা ও সোনার গয়না কিছুই নেই।” কুড়িয়ে পাওয়া টাকার লোভ দেখিয়ে অপরিচিত ওই যুবকরা তাঁর সব গয়না হাতিয়ে পালিয়েছে বুঝতে পেরে মঞ্জুদেবী তমলুকের নিমতৌড়িতে বাস থেকে নেমে পড়েন। বাস থেকে নেমে মঞ্জুদেবী ও তাঁর জা সিন্ধুবালাদেবী কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় লোকেদের কাছে তাঁরা সমস্ত ঘটনার কথা জানান। এরপর তাঁরা তমলুক থানার পুলিশের কাছে ওই যুবকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানান। পুলিশ জানিয়েছে, ওই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত দুষ্কৃতীদের ধরতে তদন্ত চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement