শিল্পী ভাতা পাইয়ে দেওয়ার নাম করে এক উপভোক্তার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে চন্দ্রকোনা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভুনাথ নায়েকের বিরুদ্ধে দলীয় স্তরে তদন্ত শুরু করল তৃণমূল। ভোটের আগে বিষয়টি নিয়ে বিরোধীরা যাতে সরব হতে না পারে সে ব্যাপারেও সতর্ক তৃণমূল। দলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, ‘‘আমরা দলীয় ভাবে তদন্ত শুরু করেছি। বিষয়টি রাজ্য নেতৃত্বকেও জানানো হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণ হলে দল কড়া ব্যবস্থা নেবে।”
মনোহরপুর-২ পঞ্চায়েতের চাঁদুর গ্রামের বাসিন্দা প্রতিমা শিল্পী দশরথ দোলইয়ের অভিযোগ, তাঁকে ভাতা পাইয়ে দেওয়ার অজুহাতে তিন হাজার টাকা ঘুষ নিয়েছেন শম্ভুবাবু। আরও সাত হাজার টাকা চেয়ে চাপ দেওয়া হয়। শম্ভুনাথবাবুর দাবি, “আমি টাকা নিইনি। মিথ্যা অপবাদ দিয়ে আমার ও দলের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।’’