ছাত্রাবাস থেকে নিখোঁজ

শনিবার রাত থেকে পাঁশকুড়ার এক বেসরকারি আবাসিক স্কুলের নবম শ্রেণির ছাত্রের খোঁজ মিলছে না। অনিন্দ্য ঘোষ নামে বছর চোদ্দর ওই কিশোরের বাড়ি চন্দ্রকোনা থানার রাইলা গ্রামে। রবিবার সকালে স্কুল কর্তৃপক্ষ পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ নিখোঁজ ওই ছাত্রের সন্ধানে সম্ভাব্য নানা জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৪ ০১:০৩
Share:

খোঁজ নেই অনিন্দ্যর।—নিজস্ব চিত্র।

শনিবার রাত থেকে পাঁশকুড়ার এক বেসরকারি আবাসিক স্কুলের নবম শ্রেণির ছাত্রের খোঁজ মিলছে না। অনিন্দ্য ঘোষ নামে বছর চোদ্দর ওই কিশোরের বাড়ি চন্দ্রকোনা থানার রাইলা গ্রামে। রবিবার সকালে স্কুল কর্তৃপক্ষ পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ নিখোঁজ ওই ছাত্রের সন্ধানে সম্ভাব্য নানা জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে।

Advertisement

পাঁশকুড়ার মেচগ্রাম মোড়ের কাছে বেসরকারি ওই আবাসিক স্কুলের ছাত্র অনিন্দ্য গত চার বছর ধরে ছাত্রাবাসে থেকে পড়াশুনো করছে। স্কুলে প্রায় আড়াইশো পড়ুয়া রয়েছে। নবম শ্রেণির পড়ুয়া সংখ্যা ৩৮। এখন বার্ষিক পরীক্ষা চলছে। শনিবার নবম শ্রেণির ইতিহাস পরীক্ষা ছিল। স্কুল সূত্রে খবর, ইতিহাস পরীক্ষায় অনিন্দ্য অসদুপায় অবলম্বন করে। সে জন্য কর্তব্যরত শিক্ষক তাকে বকাবকি করে বলেও অভিযোগ। এরপর সে পরীক্ষা দিয়ে ছাত্রাবাসে ফেরে। সন্ধেয় নিজের ঘরেই ছিল। কিন্তু, রাতে খাওয়ার সময়ে অনিন্দ্য আসেনি। তখনই সকলের নজরে আসে সে ছাত্রাবাসে নেই! রাতেই বিষয়টি পাঁশকুড়ার থানায় জানানো হয়। খবর যায় অনিন্দ্যের বাড়িতেও।

ওই স্কুলের পাশ দিয়ে পাঁশকুড়া-ঘাটাল সড়ক ছাড়াও, কাছেই রয়েছে মুম্বইগামী ৬ নম্বর জাতীয় সড়ক। কয়েক কিলোমিটার দূরেই পাঁশকুড়া স্টেশন। স্কুল কর্তৃপক্ষ ও পরিবারের অনুমান, সড়ক বা রেলপথে দূরে কোথাও চলে গিয়েছে সে। অনিন্দ্যর বাবা গোপাল ঘোষ পেশায় কৃষক। মা স্মৃতিদেবী রবিবার বলেন, “নানা জায়গায় খুঁজছি। উদ্বেগে আছি।” প্রধান শিক্ষক অরুময় মুখোপাধ্যায় বলেন, “শেষ পর্যন্ত ওর পরনে নীল প্যান্ট, আকাশি নীল রঙের জামা, লাল সোয়েটার ছিল বলে জানি।” বকাবকির জন্যেই এমনটা হল, অনুমান তাঁর।

Advertisement

অন্য দিকে, হলদিয়া আইটিআই কলেজের ছাত্র সৈকত মাজী গত বৃহস্পতিবার কলেজে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে বলে পরিবার অভিযোগ করেছে। নন্দকুমার থানার মনসন্তোষ গ্রামের সৈকত ওই দিন কলেজে যাওয়ার উদ্দেশে বের হয়। সন্ধেয় বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয়। শুক্রবার নন্দকুমার থানায় অভিযোগ দায়ের হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement